করুণাময় সিংহ, মালদা: সিগনাল (signal) ভেঙে (breach) কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে (civic volunteer) ধাক্কা (hit) বাইকের (motorbike)। অভিযুক্ত বাইক আরোহীকে ধরে পরে বেধড়ক (assault) মারধর করলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মালদার (malda) চাচঁল বাস স্ট্যান্ড এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে।


কী হয়েছিল?
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সিগনাল ভেঙে একটি মোটরবাইক দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল দেখে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার সেটি আটকানোর চেষ্টা করেন। তখনই বিপত্তি। বাইক-আরোহী ওই সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারেন বলে অভিযোগ। চোখের সামনে ঘটনাটি ঘটতে দেখে প্রতিবাদ করেন স্থানীয়রা। প্রকাশ্যে বাইক-আরোহীকে চড় থাপ্পর মারেন তাঁরা। এর পরই চাঁচল থানার পুলিশ এসে বাইক আরোহীকে আটক করে নিয়ে যায়। প্রসঙ্গত, দিনদশেক আগে এই চাঁচলেই বাড়ির পাশের আমবাগান থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে হইচই পড়ে যায়। 'খুন'-র অভিযোগ তোলে পরিবারের। মালদার চাঁচলের গোপালপুরের ঘটনা। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মঞ্জির ঔরঙ্গজেব বলে জানিয়েছেন পুলিশ।


সিভিক ভলান্টিয়ার হত্যায়...
পরিবারের অভিযোগ, কিছুদিন আগে বাড়ি এসে মঞ্জিরকে নিজের কাছে নিয়ে যাওয়ার হুমকি দেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। ঘটনার আগের রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বছর পঁচিশের মঞ্জির।আজ সকালে ওই সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ত্রিকোণ প্রেমের জেরে খুন কি না, খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ। তবে সত্যিই যদি খুন করে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকে, তবে এক্ষেত্রেও এই ঘটনা নৃশংসতা ছাড়াবে। প্রসঙ্গত, বারবারই এমনই ঘটনা প্রকাশ্য়ে উঠে আসছে। ত্রিকোণ প্রেমের জেরে খুনের ঘটনা যেমন একুশ সালেও ভুরি ভুরি উদাহরণ এসেছে। তেমন বাদ যায়নি বাইশ। বসিরহাট থেকে শুরু করে নদিয়া, সর্বত্রই এহেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কখনও বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে নিজের স্বামীকেই খুনের ঘটনা এসেছে। তেমনই পরকীয়ার জেরে স্ত্রীকে খুনের অভিযোগেও কাঠগড়ায় দাঁড়িয়েছে স্বামী। তবে ত্রিকোণ প্রেমের বাইরে, রাজনৈতিক ইস্যুতে খুনের অভিযোগেও একাধিকবার ঝুলন্ত দেহ উদ্ধারের পর, প্রথমে আত্মহত্যা কথা বলা হলেও, পরে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 
বার বার কেন নানা ভাবে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে? প্রশ্ন উঠছেই।

আরও পড়ুন:মদন মন্ত্রিসভায় নেই দেখে অবাক', মমতার মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন প্রসূনের