অভিজিৎ চৌধুরী,মালদা: চোরাই মোটরবাইক চক্রে (Bike Theft) ধৃতদের জেরা করে আরও পাঁচটি চোরাই মোটরবাইক উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ (English Bazar)। উল্লেখ্য, কয়েকদিন আগে ইংরেজবাজার থানার পুলিশের কাছে খবর আসে দুই ব্যক্তি মধুঘাট এলাকায় চোরাই মোটর পাচারের চেষ্টা করছিল কয়েকজন পাচারকারী। তবে এবার শেষ রক্ষা হল না। ইংরেজবাজার থানার পুলিশের জালে অবশেষে চার যুবক।


গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই এলাকায় হানা দিয়ে দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় একটি চোরাই মোটরবাইক। জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও দুই যুবকের নাম। সেদিন রাতেই কালিয়াচক থেকে গ্রেফতার করা হয় ওই দুই যুবককেও। ওই দুই যুবকের হেপাজত থেকে উদ্ধার হয় আরও দুটি চোরাই মোটরবাইক। ধৃতদের নাম হামেদুর হোসেন (২২), মহম্মদ রাহুল শেখ (১৯), ইনসান খান (১৯) ও ওয়াশিম আকবর (১৯)। ধৃতদের বাড়ি কালিয়াচকের মোজমপুরের এলাকায়। ধৃতদের আদালতের মাধ্যমে পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে  ইংরেজবাজার থানার পুলিশ। গোপন ডেরা থেকে আরও পাঁচটি চোরাই মোটরবাইক উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ।


অপরদিকে চলতি মাসের শুরুতেই ডানকুনি পুলিশের জালেও ধরা পড়ে ৪ জন। বেশ কিছুদিন ধরেই নজর রাখছিলেন স্থানীয় বাসিন্দারা । চুরি যাচ্ছিল একের পর এক বাইক। থানায় একাধিক অভিযোগ জমা পড়ছিল। এবার বাইক চুরির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় চুরি হওয়া একাধিক বাইকও।  ডানকুনি থানা এলাকায় বেশ কিছুদিন ধরেই বাইক চুরির ঘটনা ঘটছিল। দিল্লি রোড, বা দুর্গাপুর রোডে রাস্তার ধারে রাখা বাইকগুলিই বেশি চুরি হচ্ছিল। স্থানীয়  থানায় বেশ অনেকগুলি বাইক চুরির অভিযোগও জমা পড়ে।  তদন্তে নেমে পুলিশ হাওড়া ডোমজুড় এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। সেই সঙ্গে তাদের থেকে উদ্ধার হয় চুরি যাওয়া দশটি বাইক। তাদের সাতদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে, কিনা সেটাও খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ।


আরও পড়ুন, 'এগিয়ে বাংলা, মুখ্যমন্ত্রীর কথা মিলে যাচ্ছে', বোমাবাজিকাণ্ডে কটাক্ষ সুকান্ত-র


জুলাই মাসে মোটরবাইক চুরি চক্রের আরও এক পাণ্ডাকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। উদ্ধার করা ৫টি বাইক। সব মিলিয়ে গত পাঁচদিনে ৬টি চোরাই বাইক উদ্ধার হয়। ২৩ জুন, লেকটাউনের জয়া সিনেমা হলের সামনে একটি বাইক চুরি যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইক চুরি চক্রের তিন পাণ্ডাকে চিহ্নিত করে পুলিশ। ১ জুলাই সৌরভ ঘোষ ও গতকাল অভিজিৎ কাহার নামে চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করা হয়। বাইক চুরি করে ভিনরাজ্যে পাচার করা হত বলে পুলিশের দাবি। আর কারা এই চক্রে জড়িত তার খোঁজ চলছে।