করুণাময় সিংহ, সুদীপ চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মালদায় (malda) মুখ্যমন্ত্রীর সভায় (cm meeting) যাওয়ার পথে বাস দুর্ঘটনায় (bus accident leads to death) মৃত্য়ু হল ২ জনের। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, দুর্ঘটনা প্রসঙ্গে পাল্টা টুইট করে, শুভেন্দু (suvendu adhikari) অভিযোগ করেছেন, গরিব মানুষগুলোকে জোর করে সভায় যেতে বাধ্য করেছিল প্রশাসন। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


কী ঘটল?
মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে আসার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন মালদার ২ জন। ওই ঘটনায় পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি রিপোর্ট তলব করলেন মুখ্য়মন্ত্রী। বললেন, 'আমার পরিচিত ২ ভাইকে হারিয়েছি। মৃত্যুর ক্ষতিপূরণ কোনও কিছু দিয়ে করা যায় না। ...আমরা সরকারের পক্ষ থেকে এই দুটি পরিবারকে দুটি সরকারি চাকরি এবং ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ববিকে দিয়ে আসতে বলব। শুনেছি খুব লাগামহীন গাড়ি চালাচ্ছিল। আর একটি গাড়ি ওভারটেক করছিল। আমি এটির সার্বিক রিপোর্ট চাই।' গত কাল মালদায় গাজোলের পান্ডুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় যাত্রীবোঝাই বাস। ঘটনার সময় সেখানে ৪০ জন যাত্রী ছিলেন। সেখানেই প্রাণ হারান ২ জন। এক জন 
মালদার মঙ্গলবাড়ি মহানন্দা কলোনির বাসিন্দা নিয়তি সরকার। আর এক জন উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা সায়লি হাঁসদা। মৃতদের পরিবার সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর হাত থেকে সরকারি পরিষেবা পেতেই মালদায় যাচ্ছিলেন এই দুই মহিলা। সায়লির আত্মীয় সুদীপ হাঁসদা বলেন, 'উনি আমার কাকিমা হন। ডিএম অফিস থেকে গাড়িতে করে নিয়ে যায়। যাঁদের লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে তাঁদের জন্য বিশেষ কিছুর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।' এই দুর্ঘটনা নিয়েই তুঙ্গে উঠেছে রাজনীতি।


ট্যুইটারে সরব শুভেন্দু...
ট্যুইটারে শুভেন্দু অধিকারী লেখেন, 'এই গরিব মানুষগুলিকে মালদায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যেতে বাধ্য করেছিল প্রশাসন। অন্যথায়, তাঁরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতেন। কেন তাঁদের দোড়গোড়ায় এই সুবিধাগুলি পৌঁছে দেওয়া যায় না? প্রকৃত দুয়ারে সরকার কেন করা হয় না?' প্রসঙ্গত, মালদার এই দুর্ঘটনায় আহত হন ২০ জনের বেশি বাসযাত্রী। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মালদা মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে, দুর্ঘটনায় মৃত মালদার বাসিন্দার বাড়িতে যান পুর ও নগরোন্নয়মন্ত্রী। পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। অন্য়দিকে, উত্তর দিনাজপুরের করণদিঘিতেও মৃতের বাড়িতে যায় জেলা তৃণমূল নেতৃত্ব।


আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমাবাজিতে মৃত ১