সুদীপ চক্রবর্তী ও শুভেন্দু ভট্টাচার্য, উত্তর দিনাজপুর, কোচবিহার: উত্তরবঙ্গেও করোনার (Corona) দাপট। প্রতিদিনই বাড়ছে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা। এরপরেও দেখা যাচ্ছে অসচেতনতার ছবি। উত্তর দিনাজপুরে (North Dinajpur) সপার্ষদ সচেতনতা প্রচারে রায়গঞ্জ পুরসভার (Raiganj Municipality) চেয়ারম্যান। কোচবিহারে (Coochnehar) পথে নামলেন মহকুমা শাসক।
করোনার তৃতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ-গ্রাফ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে দুই জেলায় তত্পর প্রশাসন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে ভয় ধরাচ্ছে করোনা।
সাধারণ মানুষ ছাড়াও করোনা আক্রান্ত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিন্সিপ্যাল-সহ ১০ জন চিকিত্সক ও ৪ জন ল্যাব টেকনিশিয়ান। সংক্রমণে রাশ টানতে রায়গঞ্জ শহরে তৈরি হয়েছে ৫টি মাইক্রো কনটেনমেন্ট জোন।
এরপরেও ফেরেনি হুঁশ। বৃহস্পতিবার সমস্ত কাউন্সিলরদের নিয়ে পথে নামেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাস্তার দু’ ধারে পথচলতি মানুষ, ব্যবসায়ীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার বিলি করা হয়। টোটো থামিয়েও যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক। পাশাপাশি, চলে মাইকে প্রচার।
আরও পড়ুন: Covid Update: সঙ্কটে কোভিড যোদ্ধারাই, উদ্বেগের একই ছবি নদিয়া, মুর্শিদাবাদ থেকে মালদায়
রায়গঞ্জ পুরসভার (Raiganj Municipality) পুরপ্রধান সন্দীপ বিশ্বাসের কথায়, হুঁশ ফেরাতে প্রচার করছি, মানুষকে বলছি সচেতন হতে মাস্ক, স্যানিটাইজার দিচ্ছি
কোচবিহারেও প্রশাসনিক তত্পরতার ছবি। বৃহস্পতিবার শহরজুড়ে অভিযান চালান মহকুমা শাসক রাকিবুর রহমান। সঙ্গে ছিলেন কোতয়ালি থানার আইসি অমিতাভ দাস।
কোচবিহার (Coochbehar) সদরের মহকুমা শাসক রাকিবুর রহমানের কথায়, শহরে কনটেনমেন্ট জোনে নজরদারি চলছে। পাশাপাশি মাস্ক পরা নিয়ে প্রচার করা হচ্ছে, বিধিভঙ্গে কোথাও ফাইন, কোথাও গ্রেফতার করছে পুলিশ।
কোচবিহার (Coochbehar) শহরে তৈরি হয়েছে ৮টি কনটেনমেন্ট জোন। সংক্রমণ রুখতে গোটা শহরেই লাগাতার সচেতনতা অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: Bjp Safe Home: বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে চালু হওয়া সেফ হোম ঘিরে বিতর্ক