করুণাময় সিংহ, মালদা: ১০০ দিনের কাজের প্রকল্পে (MGNREGA) কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ (corruption allegation) উঠল শাসক দলের পঞ্চায়েত প্রধানের (tmc panchayat pradhan) বিরুদ্ধে। এলাকাবাসীর একাংশের দাবি, কোনও কাজ না করে বিপুল টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। মালদা (malda) জেলার চাঁচল ১ নং ব্লকের অন্তর্গত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান রেজাউল খান।


কী অভিযোগ?
মালদা জেলার চাঁচল ১ নং ব্লকের অন্তর্গত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার বাসিন্দা আহাকাম খাঁ-সহ কয়েক জন চাঁচলের মহকুমাশাসক এবং চাঁচল ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, 'হর্টিকালচার'-র কাজ শেষ না করেই আত্মসাৎ করেছেন প্রধান। তালিকায় যে সমস্ত উপভোক্তাদের নাম ছিল, তাঁরা কেউ টাকা পাননি। এমনকী কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নূরগঞ্জ এলাকার সাত্তার হাউস থেকে আলতামাস হাউস পর্যন্ত রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলেও কাজ না করে টাকা তুলে নিয়েছেন  রেজাউল। আরও অভিযোগ, প্রধানের ভাই ইমরান খান  এবং বৌদি নাজমিন খাতুন এই সমস্ত কাজের বরাত পেয়েছিলেন। সপরিবার তাঁরাই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগকারীদের দাবি। এছাড়াও কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত পোল্ট্রি শেড নির্মাণের টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। এলাকাবাসীর একাংশেরও একই বক্তব্য। তাঁরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। কিন্তু রাস্তার কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে।  অভিযোগ উঠতেই রাজনৈতিক চাপানোতোর শুরু হয়েছে।


রাজনৈতিক তরজা...
বিজেপির চাঁচল ১ নম্বর ব্লকের কো-কনভেনার প্রসেনজিৎ শর্মা বলেন , 'শুধু কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত নয়। সারা রাজ্য জুড়ে চুরি করেছে তৃণমূল। এনআরজিএস প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী দল এলে সামনে আসবে।' যদিও ব্লক তৃণমূল নেতৃত্বের স্পষ্ট দাবি, দুর্নীতি করলে দল পাশে দাঁড়াবে না। চাঁচল ১ নং ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলির কথায়, 'যদি দুর্নীতি হয়, আইন আইনের পথে চলবে। কিন্তু বিজেপির কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই। ভোট এলে বিজেপি এসব বলে।' সব শুনে চাঁচল মহকুমা শাসক কল্লোল রায় জানিয়েছেন, অভিযোগ এসেছে। অভিযোগ প্রমাণ হলে কঠোর পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে মিড ডে মিল, নানা প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এর মধ্য়েই রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। তা নিয়ে যথেষ্ট আলোড়নও পড়েছে বঙ্গ রাজনীতিতে।


আরও পড়ুন:রক্তক্ষয় জারি আদানি গোষ্ঠীর! সকালে বাজার খুলতেই ২৫% পড়ল শেয়ারদর