করুণাময় সিংহ, মালদা:  আগামী রবিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাব পড়বে মালদায় (Malda)। তার আগেই তড়িঘড়ি গাছ থেকে আম পেড়ে নিচ্ছেন চাষীরা। মালদায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঝড়। আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসে দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে মালদার আম চাষীদের।


ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে আমের রাজার দেশে


চলতি বছরে এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনা এবং প্রচণ্ড দাবদহের কারণে ফলন কম হয়েছে আমের। তার উপরে গোদের ওপর বিষফোঁড়া এই ঘূর্ণিঝড়।  ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমের। তাই আম পরিপক্ক হওয়ার আগেই আমপাড়ার তোড়জোড় শুরু হয়েছে মালদার বাগানগুলিতে।


ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে  : আম ব্যবসায়ী এবং চাষী


আম ব্যবসায়ী এবং চাষীরা জানান, ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে। গোপাল ভোগ ছাড়া বাকি বিভিন্ন প্রজাতির আম  লক্ষণভোগ, ন্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির আম পরিপক্ক হতে এখনো প্রায় এক মাস। কিন্তু কিছু করার নেই।  ঝড়ে গাছ থেকে আম নিচে পড়ে গেলে সেই আম আর বিক্রি করা মুশকিল। তাই ঝড় শুরু হওয়ার আগেই আম পাড়তে তারা শুরু করেছেন।


' মালদার আমের যে জগত বিখ্যাত সুনাম, তা নষ্ট হবে'


 তবে প্রশ্ন উঠছে বাজারে এই আম এলে খেতে পারবেন তো খাদ্যপ্রিয় বাঙালিরা ?এই বিষয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, 'এবছর এমনিতেই আম হয়নি। ৫০ শতাংশ আম রয়েছে গাছগুলিতে।  অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত।  কিন্তু ঘূর্ণিঝড়ের আতঙ্কে অপরিপক্ক আম ভাঙতে শুরু করেছেন চাষিরা।  এই অপরিপক্ক আম ভাঙলে আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে। মানুষ এই আম খেতে পারবেন না।  মালদার আমের যে জগত বিখ্যাত সুনাম, তা নষ্ট হবে।'


'ঘূর্ণিঝড়ের প্রভাবে আমের কিছুটা হলেও ক্ষতি হবে'


ঘূর্ণিঝড়ের প্রভাবে আমের কিছুটা হলেও ক্ষতি হবে, এই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেননি মালদা জেলার আবহাওয়াবিদ তপন কুমার দাস।একদিকে গাছে পর্যাপ্ত আম নেই । ফলন নিয়ে দুশ্চিন্তা । অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব চরম সংকটে মালদা জেলার কম বেশি ১৫ টি ব্লকের আম চাষী এবং ব্যবসায়ীরা।


আরও পড়ুন, পায়ে ধরে ক্ষমা না চাইলে ঊষারানি মণ্ডলকে আমরা মানি না : মমতা বন্দ্যোপাধ্যায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।