করুণাময় সিংহ, মালদা: ফের ক্ষোভের মুখে 'দিদির দূত' (Didir Doot)। এবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মালদা (Malda) জেলা পরিষদের সভাধিপতি।
মালদায় বিক্ষোভের মুখে 'দিদির দূত'
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মালদা জেলা পরিষদের সভাধিপতি। বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। মালদার ইংলিশবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় তৃণমূল প্রধানের স্বামী, উপপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন এই কর্মসূচিতে। তাঁদের ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ টাকা দিয়েও আবাস যোজনার ঘর মেলেনি। এছাড়াও রাস্তাঘাট ভাল নয়, পানীয় জলের ব্যবস্থা নেই ঠিকমতো, ইত্যাদি একাধিক অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধেই মূলত অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রফিকুল হোসেন। কর্মাধ্যক্ষ ও ইংলিশবাজারের তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী প্রতিভা সিংহ বলেন, 'যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তারা কেউ টিকিট পাবে না।' এই বলে বিক্ষুব্ধ বাসিন্দাদের আশ্বস্ত করার চেষ্টা তাঁদের।
অন্যদিকে 'দিদির দূত' কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়, ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না।'
আরও পড়ুন: BJP: নজরে গ্রাম বাংলার কৃষক ভোটব্যাঙ্ক, পঞ্চায়েত ভোটের আগে মাঠে ভারতীয় জনতা কিষাণ মোর্চা
প্রসঙ্গত, গতকালই মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুরে শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে। এমনকী অনেকেই আবাস যোজনা প্রকল্প থেকেও বঞ্চিত হয়েছেন। চরিচা পঞ্চায়েতের বিরুপুরেও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। যদিও বিক্ষোভ নিয়ে বিজেপিকে নাম না করে নিশানা করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ।