করুণাময় সিংহ, মালদা: কাঠগড়ায় ইংরেজবাজার (English Bazar) পৌরসভার প্রাক্তন কাউন্সিলর। এক ব্যবসায়ীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মালদা থানায় (Malda Police Station) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। 


জেলা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ


এক ব্যবসায়ীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠল ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূল নেতা আশিষ কুণ্ডুর বিরুদ্ধে। মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। ইমেল-এর মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও।


ওই ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে লাগাতার হুমকি দিচ্ছেন ওই তৃণমূল নেতা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। ওই নেতার পাল্টা দাবি তাঁরই পারিবারিক জমি দখল করার চেষ্টা করছে বেশ কিছু জমি মাফিয়া (Land Mafia)। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ।


পুরাতন মালদার চর কাদিরপুরের বাসিন্দা মনোজ সাহার অভিযোগ সাহাপুর এলাকায় তাঁর একটি সাড়ে ২৪ কাঠা জমি রয়েছে। সেই জমির নির্দিষ্ট কাগজপত্র বৈধ দলিল রয়েছে তাঁর কাছে। ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর আশিষ কুণ্ডু জেলার তৃণমূল নেতা। বর্তমানে তাঁর স্ত্রী নিবেদিতা কুণ্ডু ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর।সেই আশিষ কুণ্ডু বহিরাগতদের নিয়েছে তাঁর জমি দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ। মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। তারপরও মিলছে হুমকি। তাই মুখ্যমন্ত্রীর কাছে তিনি ন্যায্য বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন।


আরও পড়ুন: Purba Bardhaman: নার্সের চাকরি পাওয়ার 'অপরাধ', স্ত্রীর হাত কাটল স্বামী


ওই ব্যবসায়ীর স্ত্রী জানান এই ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত। তাঁদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আশিস কুণ্ডু। তিনি বলেন, 'এটা আমার বিরুদ্ধে চক্রান্ত। ওই এলাকায় আমাদের একটি পারিবারিক জমি রয়েছে। বেশ কিছু ল্যান্ড মাফিয়া সেই জমি দখলের চেষ্টা করছে।' তিনিও থানায় অভিযোগ করেছেন।


গোটা ঘটনায় চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'এ ধরনের ঘটনা দল বরদাস্ত করবে না। আইন আইনের পথে চলবে।' অন্যদিকে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, 'এটাই তৃণমূলের চরিত্র। অন্যের জমি অন্যের সম্পত্তি দখল করা তাদের স্বভাব।'