করুণাময় সিংহ, মালদা: রাতারাতি হিরো হয়ে উঠেছে পঞ্চম শ্রেণীর ছাত্র ‘মুরসালিম’। মূলত পঞ্চম শ্রেণির ছাত্রের  উপস্থিত বুদ্ধিতে বেঁচে যায় আপ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই বালক যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেনের কয়েকশো যাত্রীর জীবন বাঁচিয়েছে। সেই ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Socail Media)।


কয়েকশো যাত্রীর জীবন বাঁচিয়েছে ‘মুরসালিম’


এই ভিডিও দেখে রীতিমত স্তম্ভিত রেলকর্তারাও। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার প্রত্যন্ত গ্রাম কড়িয়ালী আজ খবরের শিরোনামে। গ্রামজুড়ে চলছে উদযাপন। ক্ষুদের সাহসিকতা গল্প জেলা জুড়ে। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুরসালিমের বাড়ি ছুটে গেলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন।


‘মুরসালিম’-র বাড়িতে রাজ্যের মন্ত্রী


তাঁর বাড়িতে যায় সিপিএমের প্রতিনিধি দল।এনএফ ডিভিশনের রেলকর্তারাও খোঁজ খবর নিয়েছেন মুরসালিমের। হতদরিদ্রশ্রেণীর পরিবার ১২বছর বয়সের ছেলে মুরসালিম। বাবা মহঃ ইসমাইল ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। মা গৃহবধূ। মাটির এক কুঠীরে বসবাস করে সে। স্থানীয় এক মিশনে পঞ্চম শ্রেনীতে পড়াশোনা করে সে।


দুরন্ত গতিতে ছুটে যাচ্ছিল আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। মালদা (Malda) জেলার ভালুকা রোড স্টেশনের পেরোতেই বিপত্তি। সেখানে আপ লাইনের বেশই কিছুটা অংশের মাটি সরে গিয়েছিল। ভয়ঙ্কর বিপদ ওত পেতে ছিল ট্রেনের জন্য়। সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ির দিকে ফিরছিল ওই বালক।


লাল গেঞ্জি খুলে দেখাতে শুরু করে


সেই সময় আপ লাইনে তলায় মাটি সরে গেছে। তা লক্ষ্য করে। সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসা আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের চালককে নিজের পরনে লাল গেঞ্জি খুলে দেখাতে শুরু করে। এমারজেন্সি ব্রেক কষে চালক ট্রেন দাঁড় করায়। বড়সড় দূঘটনা থেকে রক্ষা পায় আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস।কয়েকশো যাত্রীর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থেকে বেঁচে যান। এরপরই মুরসালিমের সাহসিকতার গল্প ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। 


আরও পড়ুন, 'রাজভবনে কবি বসে আছেন..', রাজ্যপালকে ফের আক্রমণ শিক্ষামন্ত্রীর


'এমন সাহসি ছেলের জন্য গর্ব হয়'


রাজ্যের মন্ত্রী তাজমুল হোসন বলেন, এমন সাহসি ছেলের জন্য গর্ব হয়। রেলদফতরের উচিত এমন বাহাদুর ছেলের পাশে দাঁড়াক। রাজ্য সরকারের পক্ষ থেকে খুদে এই ছেলেকে পুরুষ্কৃত করা হবে। এনএফ ডিভিশনের ডিআরএম সুরেন্দর কুমার জানান ডিভিশনের একটি টিমকে মুরসালিমের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।সাহসিকতার সম্মান দেওয়ার জন্য রেলদফতরে সেই রিপোর্ট পাঠানো হবে।