করুণাময় সিংহ, মালদা: ম্যাজিক দেখাতে এসে সোনার গয়না লুঠের অভিযোগ। কাঠগড়ায় জাদুকর। অভিযোগ, শুধু গয়না লুঠই নয়, গ্রামের এক বধূকে অপহরণের অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা থানার (Malda Police Station) সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায়।
সোনার গয়না লুঠের অভিযোগ: সাইকেল খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের খেলা গত সাতদিন ধরে দেখাচ্ছিল ওই জাদুকর। ওই গ্রামেরই এক বধূকে অপহরণ করেছে বলে অভিযোগ। শুধু সেখানেই থেমে থাকেনি, কানের দুল, কারো সোনার হাতের বালা, নাকের দুল, আংটি নিয়ে চম্পট দিয়েছে ওই প্রতারক জাদুকর। মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। স্ত্রীকে হারিয়ে মাথায় হাত পড়েছে স্বামী প্রসেনজিৎ রায়ের। তিনি বলেন, গ্রামে সাইকেল খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের কলাকৌশল দেখাচ্ছিল এই যুবক। অধিকাংশ মানুষই ওই যুবকের বিশ্বাস করে নিয়েছিলেন। কাউকে বলেছিল সোনা দ্বিগুণ হবে, আবার কাউকে বলেছিল প্রচুর টাকা পয়সা হবে। এভাবে টাকা ও সোনার গয়না লুঠ করে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা অভিযুক্ত যুবকের নাম রাকেশ পাহাড়ি (২৫) । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবক নদিয়া জেলার বাসিন্দা। অভিযুক্তকে খুঁজে পেতে নদিয়া জেলা পুলিশের সাথে যোগাযোগ করছে মালদা জেলা পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
পানীয় জলাধার ভেঙে ফেলার অভিযোগ: এদিকে সামান্য ৫ হাজার টাকা তোলা না দেওয়ায় সরকারি নির্মীয়মাণ পানীয় জলাধার ভেঙে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদার আশ্বিনপুরের সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। থানায় দায়ের হয়েছে অভিযোগ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বড় লোহার বাটখারায় নাইলনের দড়ি পড়িয়ে ব্যবহার করা হচ্ছে হাতুড়ির মতো। আর একজনের হাতে বড় কুড়ুল। একের পর এক ঘা মেরে চলেছে দুই ব্যক্তি। সমান্য ৫ হাজার টাকা তোলা না দেওয়ায় এভাবেই নির্মীয়মাণ সরকারি পানীয় জলাধার ভেঙে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মালদার এই ছবি। ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনাটি ঘটেছে চাঁচল ১ ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের আশ্বিনপুর গ্রামে। ব্লক প্রশাসন সূত্রে খবর, গ্রামের জল সঙ্কট মেটাতে কিছুদিন আগে একটি জলাধার তৈরির কাজ শুরু হয়। কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। কয়েকদিন আগে এলাকার কয়েকজন দুষ্কৃতী সেটি ভেঙে গুঁড়িয়ে দেয়। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশাল সাইটে। ঘটনায় ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ঠিকাদাররা। থানায় দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। তাঁদের দাবি, ভাঙচুরে বাধা দিলে দেওয়া হয় প্রাণনাশের হুমকি।
আরও পড়ুন: Bankura News: রেজাল্ট বিভ্রাটের জের, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর