রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মালদায় তৃণমূল নেতা খুন হতেই নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা। কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে গতবছর সেপ্টেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। নিরাপত্তাও তুলে নেওয়া হয়। নিরাপত্তারক্ষী ফেরানোর আবেদন করে পুলিশ সুপারকে ইমেল করেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা।
'মালদার যে আমার বন্ধু, ও জনপ্রিয় নেতা ছিল মালদার'
মাল পুরসভা বহিষ্কৃত তৃণমূল নেতা ও চেয়ারম্যান স্বপন সাহা বলেন,'মালদার যে আমার বন্ধু, ও জনপ্রিয় নেতা ছিল মালদার। ঘটনাটা তো দেখলেনই। আমাকে তো সব জায়গায় যেতে হয়।' মালদায় দিনেদুপুরে, দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন, তৃণমূলের জেলা সহ-সভাপতি দুলাল সরকার।' বুধবারই সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে।তৃণমূল খুনে তৃণমূলের গ্রেফতারি নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, তখনই চাঞ্চল্য়কর দাবি করলেন জলপাইগুড়ির বহিষ্কৃত তৃণমূল নেতা স্বপন সাহা। যিনি আবার মালদায় খুন হওয়া দুলাল সরকারের ঘনিষ্ঠ। হামলার আশঙ্কা করে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বপন।
দল থেকে বহিষ্কার , তুলে নেওয়া হয় নিরাপত্তাও ,
মাল পুরসভা বহিষ্কৃত তৃণমূল নেতা ও চেয়ারম্যান স্বপন সাহা বলেন,অনেকে আছে যাদের দেখা যায় যে সুপারি কিলার এনে এখানে মার্ডারও পর্যন্ত করিয়েছে, তাদেরকেও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। সেগুলো দেখে আমি পুলিশ সুপারকে আবেদন করি যে নিরাপত্তারক্ষীটা আবার ফিরিয়ে দেওয়া হোক।যাদের কথা বলছেন, তারা কি আপনাদের দলেরই লোক? সাংবাদিকের প্রশ্নের উত্তরে বহিষ্কৃত তৃণমূল নেতা বলেন সে দলেরও হতে পারে। বিজেপিরও হতে পারে বা অন্য হতে পারে। পুরসভার দোকানঘর বণ্টন থেকে আবাস যোজনায় অনিয়ম। কম দামে স্ট্রিট লাইট কিনে বেশি দাম দেখানো। কোটি কোটি টাকার অবৈধ টেন্ডার। পুরসভার জমি বিক্রি। কর আদায়ের হিসেবে গরমিল-সহ একাধিক অভিযোগ ওঠায় গত বছর ২১ সেপ্টেম্বর স্বপন সাহাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল।
আরও পড়ুন, অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা, পদপৃষ্ঠ হয়ে মৃত ৬ ! আহত বহু..
তবে এখনও মাল পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন স্বপন সাহা
তারপরই তাঁর নিরাপত্তা তুলে নেয় রাজ্য সরকার। তবে এখনও মাল পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন স্বপন সাহা। ঘনিষ্ঠ বনধুর খুনের পর, সরব হয়েছেন তিনি। নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন মাল পুরসভার চেয়ারম্যান।