Malda: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, মালদার মানিকচকে তুঙ্গে তরজা

Malda News: যে কাজ মানুষের করার কথা, সে কাজ যন্ত্রের সাহায্যে করা হচ্ছে। অভিযোগ, গোটা বিষয়টাই বেআইনি, ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের ছক করা হচ্ছে। 

Continues below advertisement

অভিজিৎ চৌধুরী, মানিকচক (মালদা): ১০০ দিনের কাজে (100 Days Work) মাটি কাটার যন্ত্রের ব্যবহার নিয়ে তুঙ্গে তরজা। মালদার (Malda) মানিকচকে তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন প্রাক্তন প্রধান। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান প্রধান। 'তৃণমূলে কাটমানি-কোন্দল', কটাক্ষ বিজেপির। বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে বলে প্রতিক্রিয়া শাসকদলের।

Continues below advertisement

যে কাজ মানুষের করার কথা, সে কাজ যন্ত্রের সাহায্যে করা হচ্ছে। অভিযোগ, গোটা বিষয়টাই বেআইনি, ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের ছক। দলেরই প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগে সরব প্রাক্তন প্রধান ও তৃণমূল পঞ্চায়েত সদস্য। মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সূত্রের খবর, এক কিলোমিটার খাল সংস্কারের জন্য ২৪ লক্ষ ৬ হাজার ৮১ টাকা বরাদ্দ করা হয়। প্রাক্তন প্রধান ও তৃণমূল সদস্যের অভিযোগ, ১০০ দিনের টাকা আত্মসাতের উদ্দেশ্যে গ্রামবাসীদের পরিবর্তে যন্ত্রের সাহায্যে মাটি কাটার কাজ চলছে। এ নিয়ে প্রাক্তন প্রধানের নিশানায় দলেরই বর্তমান প্রধান মনিরা খাতুন। সোমবার গ্রামবাসীদের একাংশকে নিয়ে বিক্ষোভও দেখান প্রাক্তন প্রধান। 

মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তৃণমূল সদস্য আবু কালাম আজাদের কথায়, 'এই প্রকল্পে ১০ হাজার ৬০০ জন মানুষ কাজ পেত। কিন্তু সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে জেসিবি মেশিন দিয়ে সেই মাটি কাটা হচ্ছে। ফলে কাজ পাচ্ছেন না বহু মানুষ।'

আরও পড়ুন: Bankura : মুখ্যমন্ত্রীর কথা বলে চপ ভেজেছিলেন, বিতর্কের মধ্যেই দলের হয়ে পুরপ্রচারে বাঁকুড়ার বিজেপি বিধায়ক

অন্যদিকে, মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরা খাতুনের দাবি, 'মানুষের দানের টাকায় মেশিন দিয়ে কাজ হচ্ছে। বোর্ড লাগানোর সঙ্গে এই কাজের সম্পর্ক নেই।' 

এই নিয়ে তৃণমূলকে কাটমানি-অভিযোগে বিঁধেছে বিজেপি। মানিকচকের প্রাক্তন সভাধিপতি ও বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডলের কথায়, 'কিছুদিন আগে এক প্রধানকে সরিয়ে নতুন প্রধান এসেছেন। তারপরেও দুর্নীতি হচ্ছে। ১০০ দিনের কাজ সাধারণ মানুষের কাজ। কেন্দ্রের টাকায় হয়। তৃণমূলে কাটমানি-সংঘাত চলছে।'

মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর জানান, বিষয়টি নজরে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে। মালদা সদরের মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Continues below advertisement
Sponsored Links by Taboola