অভিজিৎ চৌধুরী, মালদা: দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণের (Kidnap) অভিযোগ উঠল মালদায় (Malda)। অভিযোগ ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী রাজ্য বিহারে (Bihar)। কিন্তু পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় অপহরণে অভিযুক্ত চারজন যুবক। উদ্ধার হয় ওই নাবালিকা দশম শ্রেণীর ছাত্রী।


অভিযুক্তদের গ্রেফতার করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। হরিশ্চন্দ্রপুরের সদলিচক এলাকার, দশম শ্রেণীর ছাত্রীকে এলাকার রাস্তা থেকে অপহরণ করে চারজন যুবক। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিহার রাজ্যের কাঠিহারের আমদাবাদ এলাকায়।


পুলিশ সূত্রে খবর...


পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালিকা ছাত্রীকে বিয়ে দেওয়ার নাম করে বিহার রাজ্যে নিয়ে গিয়েছিল ওই চার যুবক। তবে সমগ্র ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত চার যুবকের নাম, আকবর আলি (২৫), গুলজার (১৯), চিরণ পাশওয়ান (২১) এবং মনোজ দাস (১৯)। গোপন সূত্রে খবর পেয়ে ধৃতদের গ্রেফতারের জন্য হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর গিয়াসউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশ বাহিনী এবং সিভিক ভলেন্টিয়াররা কাঠিহার জেলার আমদাবাদ এলাকায় যায়। সেখানে হাতেনাতে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ।


গ্রেফতার প্রক্রিয়া


পুলিশ তাদের পাকড়াও করতে গেলে দুই জন অভিযুক্ত বাঁচার জন্য জলে ঝাঁপ দেয়। অভিযুক্তদের ধরতে সিভিক ভলেন্টিয়াররা জলে ঝাঁপ দিয়ে তাদের ধরে ফেলে। ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ওই নাবালিকা ছাত্রীকে সুস্থভাবে ফিরিয়ে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। এই চারজন যুবকের পেছনে আরও বড় কোনও গোষ্ঠীর যোগ রয়েছে কিনা সেই বিষয়টা পূর্ণাঙ্গভাবে খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এলাকা জুড়ে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।


আরও পড়ুন: Birbhum: বীরভূম থেকে উদ্ধার ৬০টি তাজা বোমা, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর পুলিশ


হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে চারজন যুবক অপহরণ করে বিহারের কাঠিহার জেলার আমদাবাদ এলাকায় নিয়ে গিয়েছিল। খবর পেয়ে সেই এলাকা থেকে চারজন যুবকসহ ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ধৃত চার যুবককে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।