অভিজিৎ চৌধুরী, মালদা: নাকা চেক পোস্টে অস্ত্রসহ ধৃত যুবক। মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা। সেখানকার কুমেদপুরে নাকা চেক পোস্ট থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ওই ধৃত যুবক বিহারের বলে খবর। ২৭ বছর বয়সী ধৃতের নাম মহম্মদ গুড্ডু। যুবকের বাড়ি বিহারের মধুবনী জেলায়। ওই যুবকের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল (one shutter gun) এবং দুটি কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত ওই যুবককে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে জানায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।


প্রসঙ্গত গত পরশু রাত্রে হরিশ্চন্দ্রপুর থানার নাকের ডগায় থাকা একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ৪ সশস্ত্র যুবক ওই ডাকাতির ঘটনায় জড়িত বলে স্থানীয় বাসিন্দাদের তরফে জানানো হয়। এর পরই হরিশ্চন্দ্রপুর বিহার সীমান্ত জুড়ে নাকা তল্লাশি শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গতকাল রাত্রে বিহারর সীমান্তবর্তী এলাকায় কুমেদপুর নাকা চেক পোষ্টে চেকিং চলার সময় এই সন্দেহ ভাজন যুবককে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ আধিকারিক। সেখানে ওই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। হরিশ্চন্দ্রপুরে ডাকাতির ঘটনায় ওই যুবক জড়িত আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন: Municipality Election: 'বাড়ছে সংক্রমণ, পুরভোট পিছনো যায় কি?' সিদ্ধান্ত নিতে রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় দিল হাইকোর্ট


এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান রাত্রে আটক করা ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ ওই যুবককে চাঁচল মহকুমা আদালতে তোলা হবে। থানার তরফে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে বলেও জানা গেছে।


এরইমধ্যে বেলাগাম করোনা সংক্রমণ (Coronavirus)। বিভিন্ন জায়গায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই দ্রুতগতিতে সংক্রমণ বৃদ্ধিতে রাশ টানতে এবার কনটেনমেন্ট জোনের (Containment Zone) পথে হাঁটল মালদার (Malda) ইংরেজবাজার। সেই শহরের ৮টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) করে দেওয়া হয়েছে। 


করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে কিছুদিন আগেই জেলশাসক ইংরেজবাজারে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির নির্দেশ জারি করেছেন। সেই অনুযায়ী, ওই শহরের ৩, ৫, ৮, ৯, ১০, ১৮, ২২ ও ২৪ নং ওয়ার্ডের কিছু নির্দিষ্ট এলাকাকে চিহ্নিত করে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।