করুণাময় সিংহ, মালদা: ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু তিনজনের। যাত্রী বোঝাই টোটোকে পেছন থেকে ধাক্কা লরির। মৃত চার গুরুতর জখম এক। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার শ্যামনগর এলাকায়।
টোটো করে গাজোলে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন চাষিরা। সেই সময় মালদা গামী একটি লরি পিছন থেকে ধাক্কা মারে টোটো টিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। গাজোল হাসপাতালে নিয়ে গেলে মারা যান আরেকজন। গুরুতর আহত আরেকজনকে গাজোল হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাজোল থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। চালক ফেরার।
মূলত, সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। কয়েকদিন আগেই বাঁকুড়ায় কালর্ভাটে ধাক্কা লেগে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন ৫০ জন। এর পাশাপাশি মুখোমুখি সংঘর্ষের সংখ্যার তো অভাব নেই। বারংবারং রাজ্যেরই জাতীয় সড়কে পিষে দিতে দেখা গিয়েছে ঘাতক লরিগুলিকে। দুই ভাই স্কুটি করে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনাও এখনও তাজা। তারপরেও এদিন ফের রাজ্যের এই জেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
প্রসঙ্গত, সদ্য সৌরনীলকে হারিয়েছে শহর কলকাতা। এখনও আকাশে বাতাসে মা ও ছেলের মধ্য়ে কথোপকথন ভাসছে।সৌরনীলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহরে মৌন মোমবাতি মিছিল করেন শুভেন্দুরা। (Suvendu Adhikari) মূলত সম্প্রতি বেপরোয়া লরিতে পিষে সাত বছরের ফুটফুটে শিশু সৌরনীলের মৃত্য়ুর ঘটনায় এখনও শোকস্তব্ধ শহর। গত মাসের ২৫ তারিখই ছিল তাঁর জন্মদিন। কিন্তু,তার আগেই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাকে। এই ঘটনার পর স্থানীয়দের রোষ আছড়ে পড়েছিল পুলিশের ওপর। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন নিহত শিশুর সকুলের প্রধান শিক্ষকও।তবে এখানেই শেষ নয়, মর্মান্তিক দুর্ঘটনার শিকার আগেও হয়েছে বাংলার ছাত্র।
আরও পড়ুন, টানা বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিক্যালের একাধিক ওয়ার্ড, চরম ভোগান্তি রোগী ও পরিবারের
মুর্শিদাবাদে, বাড়ি থেকে বাইকে করে জাতীয় সড়ক দিয়ে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ছাত্রের (Student)। মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল সেবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়ক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছিল সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন সাধারণ মানুষ। পাশাপাশি এমনই এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ২০২২ সালে। মহেশতলা ডাকঘরের কাছে পরীক্ষা দিয়ে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর।