করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, চাঁচল (মালদা): বিয়ে হয়েছে ৬ বছর আগে। এতদিন পরেও মেলেনি মন মতো পণ (Dowry)। আর সেই ক্ষোভ থেকেই বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে বধূকে খুন। এমনই সাংঘাতিক অভিযোগ উঠল মালদার এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) বিরুদ্ধে।


মালদার চাঁচল থানা এলাকার ঘটনা। অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। শনিবার এই ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার বিষ্ণুপুর এলাকায়। 


এদিনই চাঁচল থানার পুলিশ ঘটনাস্থল থেকে বধূর মৃতদেহ উদ্ধার করে। সেই দেহ আপাতত ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় নিয়ে এদিন চাঁচল থানায় অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ার ও তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম চাঁদমনি খাতুন। তাঁর বয়স ২৬। মৃতের বাড়ি চাঁচল থানার বিষ্ণুপুর এলাকায়। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম কালু শেখ। বর্তমানে তিনি চাঁচল থানায় কর্মরত।


ঘটনার তদন্তের আশ্বাস দিয়ে এসপি অমিতাভ মাইতি বলেন, 'অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। সেই রিপোর্ট এলে বোঝা যাবে যে কীভাবে মৃত্যু হয়েছে। তারপরই বাকি ব্যবস্থা নেওয়া হবে।'


এদিকে এমন সাংঘাতিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।


আরও পড়ুন: Nadia News: বিক্ষোভ, পথ অবরোধ, প্রার্থী বদলের দাবিতে নদিয়াতেও অশান্তি তৃণমূল কর্মীদের


মাসখানের আগে বীরভূমে পণের দাবিতে গৃহবধূকে (Housewife) খুনের (Murder) অভিযোগ ওঠে। শ্বশুরবাড়ির বাড়তি অর্থের লালসা বীরভূমে  (Birbhum) এক গৃহবধূর প্রাণ কাড়ে বলে অভিযোগ। ওই গৃহবধূকে খুনের অভিযোগ ওঠে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনা ঘটে বীরভূমের লাভপুরের কুরুন্নাহার গ্রামে।