করুণাময় সিংহ, হরিশ্চন্দ্রপুর : মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ। ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস (Congress)। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।


১০০ দিনের কাজে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা বকেয়া রাখার অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল। দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রীর কাছে বকেয়া টাকা মেটানোর দাবিও জানিয়েছেন তৃণমূল সাংসদরা। আর এবার মালদায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল ১০০ দিনের কাজে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। 


দুর্নীতির অভিযোগ, পথে নামল কংগ্রেস-


তৃণমূল পরিচালিত হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পথে নামল কংগ্রেস। চলল বিক্ষোভ। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের প্রধান, উপপ্রধান এবং একাধিক সদস্য কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ভুয়ো মাস্টার রোল বানিয়ে তোলা হয়েছে টাকা। 


আরও পড়ুন ; বিজেপিকে ভোট দেওয়ায় মিলছে না পানীয় জল, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ


যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, পঞ্চায়েত ভোটের আগে রাজনীতি করছে কংগ্রেস।  


হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।


বন্যাত্রাণের টাকা দুর্নীতির অভিযোগে কিছু দিন আগে হরিশ্চন্দ্রপুরে ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত বড়ুই পঞ্চায়েতের প্রধান আত্মসমর্পণ করেন। এবার পাশের ব্লকে আরেক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল কয়েক কোটি টাকার  দুর্নীতির অভিযোগ।


প্রসঙ্গত, গত মে মাসে মালদায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ১০০ দিনের প্রকল্পে ৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ভুয়ো মেমো নম্বর দিয়ে টাকা বরাদ্দের অভিযোগ ওঠে। জেলাশাসকের নির্দেশে দায়ের করা হয় FIR। ঘটনায় তৃণমূলকে নিশানা করে বিজেপি।


যদিও অভিযুক্তদের পাশে দল থাকবে না বলে জানিয়ে দিয়েছিল তৃণমূল।