করুণাময় সিংহ, মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা পাচার করতে গিয়ে হাতেনাতে পাঁচজনকে গ্রেফতার করল জেলা কাস্টমসের বিশেষ দল। উদ্ধার হয়েছে ৬ কেজি ৭১২ গ্রাম সোনার বাট। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তের কেষ্টপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জেলার তদন্তকারী সংস্থা। 
 
রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অখিল মোরাল(৫২),  আশিষ কুমার দত্ত (৪৬),উত্তম কুমার দত্ত (৫৫), দীপেশ কুমায় ঘোষ (৪২) ও অতুল দাস (৪৩)। এদের প্রত্যেকে বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মালদা বহরমপুর ও শিলিগুড়ি রাজস্ব দফতরের যৌথ উদ্যোগে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জহুরা তলার কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আরও চারজনের নাম উঠে আসে। 


এরপ্র ধৃত ব্যক্তিকে নিয়ে ওই চারজনের খোঁজ শুরু করে রাজস্ব দফতরের বিশেষ দল।  তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৬ কেজি ৭১২ গ্রাম সোনার বাট। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জেলা কাস্টমসের স্পেশাল সরকারি আইনজীবি সুদীপ্ত গঙ্গোপাধ্যায় জানান, ডিরেক্টর অব রেভিনিউ ইন্টালিজেন্স কাস্টমসের মালদা জেলা থেকে ৬ কেজি ৭১২ গ্রাম সোনা উদ্ধার করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি ১৫ লক্ষ টাকা। 


আরও পড়ুন, স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, আটক স্ত্রী ও প্রতিবেশী যুবক


আরও জানান হয়েছে যে এই পাঁচজন সোনার বাটগুলিকে মালদা হয়ে বাংলাদেশে পাচার করছিলেন। ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি থানা এলাকায়। ধৃতদেরকে এদিন জেল হেফাজতে পাঠানো হয়েছে।


এদিকে, আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাঁচমাসের গৌর মণ্ডলের বাড়ি মোথাবাড়ির বাঙ্গিটোলা এলাকায়। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল ওই শিশু। গতকাল মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। কাল রাতেই মৃত্যু হয় শিশুর।