মানিকচক, মালদা : মালদার (Malda) মানিকচকের গোপালপুরে বোমা ফেটে ২ দুষ্কৃতীর মৃত্যু। গুরুতর জখম আরও ২ দুষ্কৃতী। আর এই ঘটনা ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা । মুখ্যমন্ত্রী একহাত নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
তিনি বলেন, গোটা পশ্চিমবঙ্গে বোমা বাঁধা কুটির শিল্পে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ওয়ার্ল্ড বিজনেস সামিট করেছিলেন। তাতে কুটিরশিল্পকারী ব্যবসায়ীরা আরও বেশি উৎসাহিত হয়ে পড়েছেন। গোটা ভারতে এরকম ঘটনা শুনতে পাওয়া যায় না। একমাত্র পশ্চিমবঙ্গে বোমা বাঁধতে গিয়ে মানুষের মৃত্যু ঘটে। কারও ছাদ উড়ে যায়। এগিয়ে বাংলা, আমরা শুনেছি। গোটা ভারতে এই দৃশ্য আর কোথাও দেখা যায় না।
আমবাগানের আড়ালে বোমা তৈরি-
আমবাগানের আড়ালে বোমা তৈরির কারবার। কবে থেকে চলছে, কেউ তা জানেন না। তবে শনিবার রাতে মালদার মানিকচকের গোপালপুরে প্রাণঘাতী বিস্ফোরণকাণ্ডের পর সেই কারবারই প্রকাশ্যে চলে এসেছে।
আরও পড়ুন ; রাতের অন্ধকারে বাগানের মধ্যে দুষ্কর্ম! বোমা বাঁধতে গিয়ে বিপত্তি, বিস্ফোরণে মৃত্য়ু ২ দুষ্কৃতীর, গুরুতর আহত ১
মালদার মানিকচকের গোপালপুরে বোমা ফেটে ২ দুষ্কৃতীর মৃত্যু হয়। গুরুতর জখম আরও ২ দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে পাট খেত ঘেরা আমবাগানে বসে বোমা বাঁধা হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আওয়াজ শুনে থানায় খবর দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই দুষ্কৃতী ৩৭ বছরের ফরজান শেখ ও ৩২ বছরের সফিকুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় আরও দুই দুষ্কৃতীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঘটনাস্থলে যান মালদা জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, বোমা বাধার কাজ চলছিল, সেই সময় বিস্ফোরণ হয়, আমরা জানালা-দরজা বন্ধ করে দিই।
মানিকচক থানার পুলিশ সূত্রের খবর, আমবাগানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ফরজান শেখ ও সফিকুল ইসলাম নামে ২ দুষ্কৃতীর। রবিবার সকালে মালদার পুলিশ সুপার বিস্ফোরণস্থলে যান। ঘটনাস্থল থেকে অ্যামোনিয়াম নাইট্রেট-সহ বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার হয়েছে।
গত ২১ মার্চ বীরভূমের বগটুই হত্যাকাণ্ডের পরে রাজ্যজুড়ে সমস্ত বেআইনি অস্ত্র, বোমা উদ্ধার করতে পুলিশকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় তল্লাশি-অভিযানে নামে পুলিশ। বিভিন্ন জায়গায় প্রচুর বোমা উদ্ধার হয়। কিন্তু, তারপরও কীভাবে মালদার মানিকচকের গোপালপুর গ্রামের এই আমবাগানে বোমা বাধার সাহস পেল দুষ্কৃতীরা ? যদিও প্রশাসন তদন্ত করছে বলে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।