করুণাময় সিংহ, মালদা: এবার সাইবার ক্রাইমের (Cyber Crime) ঘটনা ঘটল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একটি কলেজে। ছাত্র ছাত্রীদের তথ্য হ্যাক করে অশ্লীল মন্তব্য সহ ফর্ম জমা পড়ার অভিযোগ উঠছে।


আরও পড়ুন - Malda: বেআইনি ফেনসিডিল সহ ১ মাদক পাচারকারী গ্রেফতার মালদায়


দিন দিন সাইবার ক্রাইমের সংখ্যা রাজ্যে বেড়েই চলেছে। যেখানে সমস্ত পড়াশোনাটাই এখন অনলাইনের মাধ্যমে হচ্ছে, সেখানে সাইবার হানার ঘটনা আরও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে রাজ্যবাসীকে। জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে। কলেজ সূত্রে জানা যাচ্ছে, এদিন তৃতীয় সেমিস্টার থেকে চতুর্থ সেমিস্টারে উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করছিলেন ছাত্র ছাত্রীরা। ফর্ম ফিল আপ করাকালীন অদ্ভূত সমস্যার মধ্যে পড়ে তারা। জানা গিয়েছে, তারা ফর্ম ফিল আপ করার আগেই  সাইবার অপরাধীরা তাদের তথ্য হ্যাক করে নেয়। এবং পরবর্তীতে অশ্লীল মন্তব্য-সহ ফর্ম জমা পড়ে কলেজে। এমনটাই অভিযোগ তুলেছেন কলেজের ছাত্র ছাত্রীরা। অন্তত দশজন ছাত্রী ফর্ম ফিল আপ করতে গিয়ে এমন সমস্যায় পড়েছে বলে সূত্রের খবর। 


আরও পড়ুন - Malda: বিধানসভা নির্বাচনের পর মালদার প্রথম পঞ্চায়েত দখল বিজেপির, হাতছাড়া হল তৃণমূলের


ছাত্র-ছাত্রীরা ফর্ম ফিল আপ করার সময় এমন সমস্যায় পড়ার পরই তাঁরা কলেজ কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানান। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসার পরই শনিবার সকাল থেকে বিশেষ তৎপর হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক বিশ্বরূপ সরকার জানিয়েছেন যে, বেশ কয়েকজন ছাত্রী অভিযোগ জানিয়েছেন তাঁদের কাছে। ফর্ম ফিল আপ করার সময় তারা কী কী সমস্যায় পড়েছেনএবং অশ্লীল মন্তব্য সহ যে সমস্ত ফর্ম ইতিমধ্যেই জমা পড়েছে, সব কিছু সংশ্লিষ্ট কলেজকে খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তাঁরা সমস্যাটি নিয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধান করবেন।