করুণাময় সিংহ, ইংরেজিবাজার: মালদায় (Malda) কোটি কোটি টাকার বড়সড় মাদক কারবারের পর্দাফাঁস। ১২ কোটি টাকার মাদক সহ গ্রেফতার করা হল এক দম্পতিকে। গতকাল রাতে মালদার ইংরেজবাজারের স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের (Police) এসটিএফ (Special Task Force)।             


আজবভাবে মাদক পাচার


পুলিশ সূত্রে খবর, মিউজিক সিস্টেমের মধ্যে মাদক রেখে পাচার করার চেষ্টা হচ্ছিল। উদ্ধার হয়েছে আড়াই কেজি মাদক। ধৃত দম্পতি মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা।  উত্তর পূর্ব ভারতে মাদক পাচারের ছক ছিল বলে অনুমান তদন্তকারীদের।                                                    


আরও পড়ুন, দেশে করোনার নতুন প্রজাতির হানা? 'প্রমাণ নেই', জানাল কেন্দ্র


মালদায় আরও ছক


সম্প্রতি  উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রয়াগরাজের (Prayagraj) এক বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে প্রায় ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মালদায়। হবিবপুর থেকে তিনজনকে গ্রেফতার করল প্রয়াগরাজের সাইবার ক্রাইম শাখার পুলিশ (Crime Police)। মালদায় বসে উত্তরপ্রদেশে প্রতারণার অভিযোগ। হদিশ মিলল আন্তঃরাজ্য প্রতারণা চক্রের। উত্তরপ্রদেশ পুলিশের জালে ধরা পড়লেন মালদার ৩ বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে প্রায় ১৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ।                                          


কোটি টাকার প্রতারণা


রবিবার সকালে তিনজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সাইবার ক্রাইম শাখার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম, আশিস মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল ও সুজন মণ্ডল। তিনজনেরই বাড়ি মালদার হবিবপুরে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি মোবাইল ফোন। প্রয়াগরাজের সাইবার ক্রাইম শাখার আধিকারিক রাজীব তিওয়ারি বলেন, "ফোন করে অ্যাকাউন্ট হ্যাক করা হোত, টাকা ট্রান্সফার করে নিত।"