করুণাময় সিংহ, মালদা: ভাইরাল অডিও ক্লিপে (Viral Audio Clip) ছড়াল উত্তেজনা। তৃণমূল কংগ্রেস পার্টিকে (TMC) সমর্থন করলে তবেই মিলবে জব কার্ড (Job Card)। মিলবে বাংলা আবাস যোজনার ঘর। রাজ্য সরকারের সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিলে হাতে তুলে নিতে হবে তৃণমূলের ঝান্ডাও। মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে ছড়াল চাঞ্চল্য। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।
মালদার চাঁচলের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা রাখি কর্মকার দাস। তাঁর স্বামী বিশ্বজিৎ দাস ওই বুথের এক বাসিন্দা তথা বিজেপি কর্মী মনোজ সাহাকে ফোনে বলছেন, 'জব কার্ড পেতে হলে হাতে তুলে নিতে হবে তৃণমূলের পতাকা। তৃণমূলে যোগদান করলেই শুধু জব কার্ড নয় মিলবে বাংলা আবাস যোজনার ঘর থেকে শুরু করে রাজ্য সরকারের অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা।' তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর এই ফোন রেকর্ডিং এখন ভাইরাল। আর যা নিয়ে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল।
এ বিষয়ে বিজেপি কর্মী মনোজ সাহা বলেন, 'আমি বিজেপিকে সমর্থন করি। বিজেপি করার কারণেই আমাকে সরকারি সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত রেখেছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা। বাংলা আবাস যোজনার তালিকায় আমার ঘরের নাম থাকলেও এখনও পর্যন্ত সেই ঘর মেলেনি। গতকাল জব কার্ডের জন্য তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে ফোন করলে তিনি আমাকে বলেন তৃণমূলের পতাকা ধরলেই আমাকে তিনি জব কার্ড এবং বাংলা আবাস যোজনার ঘর দেবেন। আমি তার প্রস্তাবে রাজি হইনি।'
আরও পড়ুন: EPF: 'জয়ের পর বিজেপির তরফে গিফট কার্ড' ইপিএফের সুদ নিয়ে মোদি সরকারকে নিশানা মমতার
যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যার স্বামী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, 'এ সব আমি কিছুই বলিনি।' বিষয়টি সামনে আসতেই স্বাভাবিকভাবেই তৃণমূলকে কটাক্ষ করেছে পদ্মশিবির। বিজেপির মালদা জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুমিত সরকার বলেন, 'বিজেপি করা কি অপরাধ? এলাকার পঞ্চায়েত সদস্য দল দেখে মানুষকে পরিষেবা দেবেন? এটা সত্যি লজ্জার! এ বিষয়ে আমরা বিডিওর দ্বারস্থ হব।'
এই বিষয়ে জেলা তৃণমূল নেতা দুলাল সরকার বলেন, 'বাংলার প্রত্যেকটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মানুষ। সরকারি সুবিধা থেকে কোনও মানুষ বঞ্চিত হবেন না। দলের কেউ যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'