করুণাময় সিংহ, মালদা : বর্ষায় ( Monsoon )  গঙ্গায় জল বাড়তেই ভাঙনের আতঙ্ক ফিরল মালদায়( Malda ) । প্রতিবছরই গঙ্গার ভাঙনে ( Ganga Erosion )  বিপর্যস্ত হয় এই জেলা। কোথাও গাছ সমেত পাড় ভাঙে। ঝুরঝুর করে ধসে পড়ে মাটি। কোথাও তলিয়ে যায় আস্ত বাড়ি। আর এই নিয়ে প্রতি বছরই শুরু হয় রাজনৈতিক আকচা আকচি। এবারও তার অন্যথা হল না। বর্ষা শুরু হতেই পাড় ভাঙছে গঙ্গার আর তা নিয়ে আবার শুরু হয়েছে দুই রাজনৈতিক দলের মধ্যে দোষারোপ, পাল্টা দোষারোপ। প্রতিবছরই   নদীগর্ভে চলে যায় চাষের জমি। ভাঙন রোধের দায় নিয়ে চলে রাজনৈতিক চাপানউতোর। এবারও তার অন্যথা হল না। 

খগেন বনাম সমর:

তৃণমূল বিধায়ক বললেন বিজেপি সাংসদকে গঙ্গায় ডোবাবেন আর সাংসদ বললেন, তৃণমূল বিধায়ককেই বিসর্জন দেওয়া উচিত।  ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় সরাসরি আক্রমণ করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। বললেন, '  খগেন মুর্মু ভোটের আগে বলেছিল, আমি গঙ্গার পাড় বাঁধিয়ে দেব। ওকে পেলে আমি এখানে গঙ্গায় ডোবাব।' ভাঙন কবলিত এলাকায় গিয়ে এভাবেই মালদা উত্তরের বিজেপি সাংসদকে আক্রমণ করলেন রতুয়ার তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপি সাংসদ। তিনি বললেন, ' ভাঙন থেকে বাঁচতে জলে যদি কাউকে ফেলতেই হয়, তাহলে তৃণমূল বিধায়ককেই বিসর্জন দেওয়া উচিত।' 

মঙ্গলবার বিকেলে মহানন্দটোলায় ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। বিধায়ককে সামনে পেয়ে নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর আর্জি জানান স্থানীয় মহিলারা। তখনই ভাঙন মোকাবিলা পুরোপুরি কেন্দ্রীয় বিষয় বলে দাবি করে বিজেপি সাংসদকে কাঠগড়ায় তোলেন তৃণমূল বিধায়ক। মোদি সরকারের বিরুদ্ধে বাংলাকে আর্থিক বঞ্চনার অভিযোগও তোলেন তিনি। পাল্টা বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, তাঁর তরফে বারবার রাজ্য সরকারকে বিষয়টি জানানো হলেও, ভাঙন মোকাবিলায় কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন।   

ফি বছর গঙ্গার পাড় ভেঙে নদীগর্ভে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। সর্বস্বান্ত হয় বহু পরিবার। একদিকে ভিটেমাটি হারানোর আশঙ্কায় মানুষ, অন্যদিকে সমাধান তো দূরের কথা দোষারোপেই ব্যস্ত নেতারা।                      


আরও পড়ুন :


'কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন', ফলের কথা না ভেবে কর্ম? তা কীভাবে সম্ভব? কী বলছে গীতা?