করুণাময় সিংহ, মালদা: ভরদুপুরে মালদার গাজোলে সমবায় ব্যাঙ্কে ডাকাতি। ডাকাতিতে বাধা দিতেই, ক্যাশিয়ারের পেটে গুলি। তবে এই প্রথমবার নয়, অতীতেও বহুবার এমন অভিজ্ঞতার সাক্ষী রয়েছে মালদা জেলা। তবে ভরদুপুরে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।
সোনার দোকানের পর এবার মালদার সমবায় সমিতিতে ভরদুপুরে গান পয়েন্টে ডাকাতির অভিযোগ।গাজোলের কেষ্টপুরে সমবায় ব্যাঙ্কে সশস্ত্র ডাকাতদলের হানার অভিযোগ। ডাকাতিতে বাধা দিতেই, গুলিবিদ্ধ হয়েছেন সমবায় ব্যাঙ্কের এক কর্মী। স্থানীয় সূত্রে খবর, ভরদুপুরে হামলা চালায় ৮-১০জনের দুষ্কৃতী দল।সমবায় সমিতি থেকে ৪ লক্ষ টাকা লুঠের অভিযোগ।
সম্প্রতি মালদার ইংরেজবাজারে সোনার দোকানে লুঠের ঘটনায় নিরাপত্তার প্রশ্ন উঠেছিল। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ তুলেছিলেন স্বর্ণ ব্যবসায়ী। অভিযোগ ছিল, রাতে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢুকে পড়েছিল দুষ্কৃতীরা। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
সেবার পঞ্চায়েত অফিসের নাকের ডগায় অবাধে চলেছিল লুঠপাট। ভেঙে পড়ে ছিল দোকানের একাধিক তালা। কাটা হয়েছিল দোকানের শাটার। পুলিশ সূত্রে খবর,রাতে কাজিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে এভাবেই গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা চম্পট দেওয়ার অভিযোগ তুলছিলেন তাপস সাহা নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। যাওয়ার সময় CC ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন, খুঁটিপুজোর আগেই সংঘাত ! সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য পুলিশের কড়াকড়ি, 'ষড়যন্ত্র' সরব সজল
বাইশ সালে, দিনে দুপুরে ব্যাঙ্ক ডাকাতির সাক্ষী হয়েছিল বর্ধমান জেলা। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কার্জন গেট শাখায় ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।গ্রাহকদের অভিযোগ ছিল, সকাল পৌনে ১০টা নাগাদ ব্যাঙ্কে মাস্কে মুখ ঢেকে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী ঢুকে পড়ে। কর্মীদের মারধর করে টাকা নিয়ে পালায় বলে অভিযোগ। প্রায় ৪৫ মিনিট ধরে চলে অপারেশন।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।