করুণাময় সিংহ, মালদা : পরিকাঠামোর অভাবে (Infrastructure Crisis) ধুঁকছে মালদার (Malda) চাঁচলের কৃষক বাজার। রাত হলেই বাজারের মধ্যে শুরু হয় অসামাজিক কাজ। অভিযোগ ব্যবসায়ীদের। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।


চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে জঞ্জাল। বাজারের মধ্যে পড়ে রয়েছে মদের খালি বোতল। বাজারের চারদিকে আগাছার জঙ্গল। এটাই মালদার চাঁচলের কৃষক বাজারের ছবি। 


আরও পড়ুন ; পাটক্ষেত থেকে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের রক্তাক্ত মৃতদেহ


কী অভিযোগ ?


কৃষি দফতরের উদ্যোগে ৬ বছর আগে জাতীয় সড়কের ধারে ৫ একর জমির ওপর তৈরি হয়েছিল এই কৃষক বাজার। বাজার চালু থাকলেও চারদিকে আর্বজনার স্তূপ। প্লাস্টিকের প্যাকেট জমে নিকাশি নালা বুজে যাওয়ার মতো অবস্থা। ব্যবসায়ীদের অভিযোগ, কৃষক বাজারের শৌচাগার ব্যবহারের অযোগ্য। রাত হলেই বাজার চত্বরে বসে মদের আসর। শুরু হয় অসামাজিক কার্যকলাপ। প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।


এনিয়ে চাঁচল কৃষক বাজারের ব্যবসায়ী দুলাল শেখ বলেন, পানীয় জলের ব্যবস্থা নেই। বাথরুম খারাপ। নর্দমা বুজে যাওয়ায় বৃষ্টি হলে জল জমে। অসামাজিক কাজ হয়। ১০ টাকা করে নিলেও সাফাই হয় না।


এই পরিস্থিতিতে চাঁচলের কৃষক বাজারের পরিকাঠামো নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি যুব মোর্চার মালদার সহ সভাপতি সুমিত সরকার বলেন, রাজ্য সরকারের প্রতিটি দফতর অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছে। এরা কোনও কাজই করছে না।


তৃণমূলের চাঁচল ১ নম্বর ব্লকের সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী বলেন, বিজেপির কোনও কাজ নেই। তাই সবকিছুতে ইস্যু তৈরি করে।


এই পরিস্থিতিতে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় বলেন, দ্রুত সমস্যার সমাধান হবে। নিরাপত্তা বাড়ানো হবে।


সমস্যার সমাধান কবে হয়, তারই অপেক্ষায় চাঁচলের কৃষক বাজারের ব্যবসায়ীরা।