করুণাময় সিংহ, কালিয়াচক (মালদা) : পুকুর ঘিরে চিরুনি তল্লাশি। পাম্প দিয়ে তড়িঘড়ি বের করা হল পুকুরের জল বের করে দিতেই চোখ ছানাবড়া। শেষপর্যন্ত গ্রামের পানাপুকুর (Pond) থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম! এই ঘটনা ঘিরে, মালদার (Malda) কালিয়াচকের (Kaliachak) নতুন বেগুনটোলায় শোরগোল। গ্রামের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ (police) সূত্রে খবর, কিছুদিন আগে ওই এলাকা থেকে আনারুল শেখ নামে এক দুষ্কৃতীকে (miscreant) গ্রেফতার (arrested) করে কালিয়াচক থানা (kaliachak police station)। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশের হাতে আসে পুকুরে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখার খবর।


কীভাবে পুকুরে পুলিশি অভিযান


গত ১৪ মে ঘটনার সূত্রপাত। মালদার নতুন বেগুনটোলা থেকে মাদক পাচারের অভিযোগে, আগ্নেয়াস্ত্র-সহ আনারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কালিয়াচক থানা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে করে জানা যায়। তার বাড়ির পাশের পুকুরে লুকিয়ে রাখা রয়েছে বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জাম। সেই মতো কালিয়াচক থানার তত্ত্বাবধানে সোমবার পুকুরে তল্লাশি শুরু করা হয়। বেশ কিছুক্ষণ তল্লাশির পর পুকুরের জল বের করে দিতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম।


বড় কোনও চক্রের যোগ ?


পুকুর থেকে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের পরে সামনে উঠে এসেছে আরও প্রশ্ন। তবে কি মাদক পাচারের পাশাপাশি অস্ত্রের কারবারও চালাত অভিযুক্ত আনারুল? এর পিছনে বড় কোনও চক্র জড়িত নয় তো? এদিকে অভিযুক্তের স্ত্রী বলেছেন,  'সাত বছর আগে আমার স্বামী গ্রেফতার হন। তখন অস্ত্র তৈরি করত। কিন্তু এখন ও এসবের সঙ্গে জড়িত নয়। যে সরঞ্জাম উদ্ধার হয়েছে সেগুলো ৭ বছর আগে আমিই পুকুরে ফেলে দিয়েছিলাম।'


পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য বের করার চেষ্টা করছে কালিয়াচক থানা।


আরও পড়ুন- বিজেপির মণ্ডল নেতৃত্বের তালিকায় তৃণমূল কর্মীর নাম! বিতর্ক বাঁকুড়ায়