কলকাতা: কালিয়াচকের ধর্মান্তরণ মামলায় CBI ও  NIA’কে যৌথভাবে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সম্প্রতি, মালদার (Malda) কালিয়াচকের (Kaliachak) এক গ্রামে একই পরিবারের ২ ভাই ও তাঁর স্ত্রী-সন্তানদের জোর করে ধর্মান্তরণের অভিযোগ ওঠে। মামলাকারীর অভিযোগ, সুরাহা চাইতে গেলে, চাপ সৃষ্টি করেন কালিয়াচক (Kaliachak) থানার IC এবং ২ পুলিশকর্মী । এর পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযোগকারী পরিবার।


এই ঘটনার প্রসঙ্গে কালিয়াচক থানার (Kaliachak Police Station) আইসি উদয়শঙ্কর ঘোষের বক্তব্য, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কালিয়াচকের ধর্মান্তরণ মামলায় বিচারপতি রাজশেখর মান্থা আগামী ২১ জুনের মধ্যে CBI ও NIA’কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 


আরও পড়ুন: Alipurduar News: নামছে জলস্তর, কারণ খুঁজতে আলিপুরদুয়ারে ভূতত্ত্ববিদরা


এর প্রতিবাদে সরব হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। ফেসবুক পোস্টে লেখেন, মালদহে (Malda) হিন্দুদের চাপ দেওয়া হচ্ছে ধর্মান্তরের জন্য। তাঁর অভিযোগ, এই ঘটনার নেপথ্যে কালিয়াচক থানার আইসি।


সম্প্রতি একটি ফেসবুক পোস্ট করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। পোস্টে দেখা যায়, সেখানে বেশ কয়েকজন মহিলার প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে। প্ল্যাকার্ডে লেখা, 'কালিয়াচক থানার আইসি আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করতে বলছে। বিভিন্নভাবে চাপ দিচ্ছে যাতে আমরা মুসলিম হই। আমরা আমাদের ধর্ম পরিবর্তন করতে চাই না।'  সেই ছবি দিয়ে সুকান্ত লেখেন,  'পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার IC সাহেব এলাকার কিছু গরীব হিন্দু পরিবারকে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের জন্য ক্রমাগত চাপ দিচ্ছে, এরই প্রতিবাদে ধর্ণায় বসেন উক্ত পরিবারের মহিলা এবং শিশুরা। তাদের আরো অভিযোগ তাদের পরিবারের পুরুষ সদস্যদের গ্রেফতার করে ধর্ম পরিবর্তনের চাপ দেওয়া হয়। এছাড়াও ঐ এলাকায় পূর্বে দুজন হিন্দুকে বলপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে।'