করুণাময় সিংহ, মালদা: ফের গঙ্গা ভাঙনের মুখে পড়ে আতঙ্ক ছড়াল মালদায় (Malda)। মানিকচকের ভুতনি চর এলাকায় আজ সকাল থেকেই ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। কয়েকশো মিটার অংশ জুড়ে চলছে ভাঙ্গন। ক্ষতিগ্রস্ত বাঁধের একাংশ। এলাকা থেকে ফসল নিয়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভুতনির উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কালুটনটোলা ও কেশরপুরে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। 


ভয়াবহ ক্ষতির মুখে মালদা


বাইশ সালের সেপ্টেম্বরের শুরুতেও এমন ভয়াবহ ক্ষতির মুখোমুখি হয়েছিল মালদা। মূলত ভূতনির চরে ভাঙন ধরাচ্ছে গঙ্গা ও কোশি নদী।  মানিকচকের পাশাপাশি, গতবছর ভাঙন চলেছিল রতুয়াতেও। বিলাইমারি ও মহানন্দাটোলা এলাকায় কোশি নদীর পাড়ে ভাঙন ধরে। নদীগর্ভে তলিয়ে গিয়েছিল কৃষি জমি।


ঘুম উঠেছিল গতবছরও


গঙ্গার পাশাপাশি রুদ্রমূর্তি ধারণ করেছিল সেবার কোশি নদীও। যার জেরে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল মালদায়। গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছিল বাঁধের ১০০ মিটার অংশ। মালদার মানিকচকের ভুতনির চরের কালুটন এলাকায় ঘটনাটি ঘটেছিল। আতঙ্কে সেসময়ও অন্যত্র চলে গিয়েছিলেন স্থানীয়রা। গ্রামবাসীদের দাবি ছিল, গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায় চার-চারটি বাড়ি। খবর পেয়ে সেসময় ঘটনাস্থলে  পৌঁছে যান সেচ দফতরের কর্মীরা।


রাজ্যে গঙ্গার দ্বিতীয় বৃহত্তম চর ভূতনি


উল্লেখ্য, রাজ্যে গঙ্গার দ্বিতীয় বৃহত্তম চর ভূতনি। গঙ্গা, ফুলহার ও কোশি, এই ৩টি নদী ঘেরা ভূতনির চর। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকবছর কোশি নদীতে ভাঙন হয়নি। কিন্তু, বাইশ সালে ৫ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙন চলে। প্রসঙ্গত, প্রায় প্রতি বছরেই গঙ্গার ভাঙনের মুখোমুখি হয় মালদার এই এলাকা।মালদার কালিয়াচকে গঙ্গার ভাঙন দিনে দিনে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। পাড় গিলতে গিলতে গ্রামের বসতির দিকে এগিয়ে আসছে গঙ্গা।


আরও পড়ুন, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে


কে নেবে গঙ্গা ভাঙন রক্ষার দায় ? বারবার উঠে এসেছে রাজনৈতিক দৃশ্য


অসহায় বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনারও ভুরিভুরি উদাহরণ রয়েছে। গত কয়েক বছরে কয়েক হাজার পরিবার ভাঙনের কারণে উদ্বাস্তুতে পরিণত হয়েছে।কিন্তু মালদার এহেন পরিস্থিতিতে বারবার উঠে এসেছে এক রাজনৈতিক দৃশ্য। কে নেবে গঙ্গা ভাঙন রক্ষার দায় ? এনিয়ে আগেও শাসকদল ও বিরোধীদের মধ্য়ে চাপান উতোর দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই বিরোধীরা এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে ভুক্তভুগীদের পুনবার্সনের কথা তুলেছে বারবার।