করুণাময় সিংহ, কালিয়াচক (মালদা) : DA আন্দোলনকারীদের চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে গতকালই বিতর্ক সৃষ্টি করেছেন। এবার দলত্যাগী কর্মীদের সামাজিক বয়কটের ডাক দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সী। কালিয়াচকের যদুপুরে জনসভায় বক্তব্য রাখার সময় বয়কটের ডাক দেন তিনি।


তৃণমূল বিধায়ক বলেন, দশ বছর দলের সমস্ত কিছু ভোগ করল। আর দলের বিপদের সময় দল ছেড়ে পালিয়ে গেল। সত্যিকারের তৃণমূল থাকলে কেউ দল ত্যাগ করত না। যদি সত্যিকারের তৃণমূল থাকত, তাহলে পদের লোভে কংগ্রেসে নাম লেখাত না। এদেরকে সমাজে বয়কট করতে হবে বন্ধু। যে পথে হাঁটবে ধিক্কার দিতে হবে। যে পথে চলবে মুখে থুতু ফেলবেন। এই আবেদন আপনাদের কাছে থাকছে।


এদিন বক্তব্য রাখার সময় কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকেও আক্রমণ করেন মালতিপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, কৌস্তভ বাগচি প্রথমবার তোমাকে ছাড় দেওয়া হয়েছে। এরপর এসে চোর চোর বললে বাটন চলবে তোমাদের ওপর। মালদার মানুষ ছেড়ে কথা বলবে না, জেনে রাখো।


প্রসঙ্গত, বকেয়া DA-এর দাবিতে দুই মাসের উপর আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সোমবার ৬৭ দিনে পড়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। এদের উদ্দেশেই কখনও চোর-ডাকাত, তো কখনও চিরকুটে চাকরি পাওয়ার অভিযোগ। কখনও সরাসরি CPM'র লোক বলে কটাক্ষ উড়ে এসেছে তৃণমূলের দিক থেকে। ফাইল খুঁজে বের করা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গতকাল তো DA আন্দোলনকারীদের চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারিই দিয়ে বসলেন মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সী। তিনি বলেন, 'যারা সরকারি কর্মচারীর নাম করে, যুক্ত মঞ্চের নাম করে, আমাদের সরকারি কর্মচারীদের চোর বলার চেষ্টা করছে। যে চোখ দিয়ে, কর্মচারীদের ভয় দেখাচ্ছেন সেই চোখগুলো তুলে নেব।' 


তৃণমূল নেতার এই হুঁশিয়ারির পাল্টা জবাব দেন আন্দোলনকারীরাও। সংগ্রামী যৌথ মঞ্চ প্রতিনিধি কিঙ্কর অধিকারী বলেন, 'মুখ্যমন্ত্রী যে ভাষায় চোর ডাকাত চিরকুটে চাকরি বলে আক্রমণ করেছেন, তাঁর নিচুতলার বা অন্যান্য লোকেরা একই ভাষায় তাঁর থেকেও খারাপ ভাষায় আক্রমণ করবেন এটাই স্বাভাবিক। আমরা সরকারি কর্মচারীরা শিক্ষকরা এমন কোনও ভাষা ব্যবহার করি না যেটা খারাপ।' সোমবার মালদায় তৃণমূলের সংগঠন- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠানের মঞ্চ থেকে, DA-এর আন্দোলনকারীদের নিশানা করেন মালদার তৃণমূল সভাপতি। নিশানায় ছিল বিরোধী দলগুলিও।


আরও পড়ুন ; DA আন্দোলনকারীদের চোখ তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা, বাড়ল বিতর্ক