করুণাময় সিংহ, মালদা: মালদার মানিকচকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১। মানিকচকের এনায়েতপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র, অনুমান পুলিশের। চক্রের বাকি পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


পূর্ব বর্ধমানে গ্রেফতার: গত ১৯ অক্টোবর আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, মন্তেশ্বরের বাসিন্দা কুরবান আলি ওই আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বিক্রির জন্য। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা রাকেশ মোল্লাকে ওই আগ্নেয়াস্ত্র পাচারের কথা ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালয়ে দু’জনকে ধরে ফেলে এসটিএফ। ধৃত কুরবানের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।  


কলকাতাতেও বেআইনি অস্ত্র: বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে কলকাতাতেও। খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র সহ নিউ আলিপুরের বাসিন্দা, অভিযুক্ত জয় চৌধুরীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, আজ সকালে আমর্হার্স্ট স্ট্রিট থানা এলাকার এপিসি রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ।   


শুধু আমর্হার্স্ট স্ট্রিট নয়, গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সম্প্রতি নাবালকদের ওপর বোমাবাজির ঘটনা ঘটেছে  দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।  গত ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগ। ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF। 


পঞ্চায়েত ভোটের আগে উদ্ধার হচ্ছে একের পর এক বেআইনি অস্ত্র। ১৫ দিনের মাথায় ফের দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে উদ্ধার হল ৫টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।  এনিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও।


আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছেলে: সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই পঞ্চায়েত ভোটের মুখে শুরু হয়েছে বিতর্ক। মালদার রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা এলাকার ঘটনা। তৃণমূলের অঞ্চল সহ সভাপতি মহম্মদ হবদরুজ্জোহার ছেলে মহম্মদ ফারাদের হাতে আগ্নেয়াস্ত্র, এই ছবি সম্প্রতি ভাইরাল হয়। ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র, দাবি তৃণমূলের অঞ্চল সহ সভাপতির। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে মানুষকে ভীত-সন্ত্রস্ত করে তুলতে এ ধরনের ছবি পোস্ট করা হচ্ছে। অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না, পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূলের।