করুণাময় সিংহ, মালদা: বিদ্যুৎ নেই গোটা এলাকায়। মালদার (Malda) হবিবপুরের (Habibpur) একাধিক এলাকা বিদ্যুৎবিহীন। তারই প্রতিবাদে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। কেউ বা কারা বিদ্যুতের তার চুরি করে নিয়ে যাওয়ায় এই বিপত্তি, দাবি বিদ্যুত্ দফতরের। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
অসহ্য গরমের মধ্যে টানা পাঁচদিন ধরে দেখা নেই বিদ্যুতের! বিদ্যুতের পোস্ট থেকে ছেঁড়া অবস্থায় ঝুলছে তার। ইলেকট্রিক পোস্ট থেকে ছেড়া অবস্থায় ঝুলছে তার!বিদ্যুতের পোস্ট থেকে ছেঁড়া অবস্থায় ঝুলছে তার। বিদ্যুত্ না থাকায় মিলছে না পানীয় জল। গ্রামের একমাত্র কুয়ো থেকে কষ্ট করে তুলতে হচ্ছে জল।
এই দুর্ভোগের ছবি মালদার হবিবপুরের। অভিযোগ, হুড়াবাড়ি, গোপালনগর সহ হবিবপুর এলাকার ৫টি গ্রামে গত ৫ দিন ধরে নেই বিদ্যুত্! বারবার বিদ্যুৎ দফতরে অভিযোগ জানানোর পরেও হয়নি সুরাহা। বিদ্যুৎ ফেরানোর দাবিতে শেষপর্যন্ত পথে নামেন গ্রামবাসীরা। মালদার ব্যস্ততম নালাগোলা রাজ্যসড়কের ওপর হাঁড়ি-কলসি নিয়ে বসে পড়ে দেখানো হয় বিক্ষোভ।
এলাকার এক বিক্ষোভকারী বাসিন্দা বলেন, ''আমাদের এখানে ৫দিন ধরে বিদ্যুৎ নেই। জল পাচ্ছি না, গরমে কষ্ট হচ্ছে। বারবার বিদ্যুৎ দফতরে জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে অবরোধ করেছি।'' মাদল বাজিয়ে দেখানো হয় অভিনব প্রতিবাদ।
অবরোধের ফলে রাজ্য সড়কে তৈরি হয় ব্যাপক যানজট। মালদার নালাগোলা রাজ্যসড়ক অবরোধের ফলে যানজট। হবিবপুর থানার পুলিশের হস্তক্ষেপে প্রায় দু’ঘণ্টা পর ওঠে অবরোধ। বিদ্যুতের তার চুরি যাওয়ার কারণেই বিপত্তি, দাবি রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের স্থানীয় অফিসের।
হবিবপুরের বিদ্যুৎ দফতরের আধিকারিক, গণেশ চৌধুরী জানিয়েছেন, ''বিদ্যুতের তার চুরি হয়ে গেছে। সেই কারণেই এই সমস্যা। জেলার বিদ্যুৎ দফতরে জানিয়েছি। নতুন তার এলেই সমস্যার সমাধান হবে।'' সব মিলিয়ে চরম ভোগান্তি সাধারণ মানুষের।
আরও পড়ুন: জুলাইতে এই দিনগুলি বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন পুরো তালিকা