করুণাময় সিংহ, মালদা: 'উনিও জেলে যাবেন। যেমন ওনার দলের দাদারা গেছেন', শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে নেমে সম্প্রতি বিরোধীদের নিয়ে করা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্য প্রসঙ্গে এ কথা বললেন বিজেপি কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
'উনিও জেলে যাবেন', কাকে কী কারণে বললেন দিলীপ ?
প্রসঙ্গত, সম্প্রতি বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে মালদা জেলা তৃণমূল সভাপতি ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেছিলেন, 'বুথে বুথে তৃণমূল কংগ্রেস তৈরি। তোমরা বুথে ঢুকে দেখাও।' পঞ্চায়েত নির্বাচন বিরোধীশূন্য করারও হঙ্কার দেন তিনি। গাজোলের পর রতুয়ার শ্রীপুরের সভা থেকে এই মর্মে মন্তব্য করেন শাসকদলের নেতা।এদিকে এর আগে এই তৃণমূল বিধায়কের মুখে শোনা গিয়েছিল বাঁশ-দাওয়াই। বিরোধীদের হাত খসানোর, পা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, 'জেনে রাখুন বিজেপির বন্ধু, জেনে রাখুন সিপিএমের বন্ধু, জেনে রাখেন কংগ্রেসের বন্ধুরা, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্য়োপাধ্যায়, সে...চুপ করে বসে আছে। হাতে বালা পরে নয়। বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে।' তাঁর এই মন্তব্য নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধীরা। আর এবার কড়া প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।
'সিপিএম,কংগ্রেস, বিজেপি থাকবে শূন্য'
আব্দুর রহিম বক্সি আরও বলেন, 'কংগ্রেসের বন্ধু শুনে রাখো, সিপিএমর বন্ধু শুনে রাখো, অনেক সহ্য করেছি আর নয়। আর আমরা সহ্য করব না, তোমাদের বলে দিচ্ছি। তোমাদের পেছনে মানুষ নেই। তোমরা ষড়যন্ত্রের মাধ্যমে মানুষকে ভাগ করার চেষ্টা করছ। ষড়যন্ত্রের মধ্য দিয়ে মানুষের মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছ। আগামী পঞ্চায়েত নির্বাচনে যোগ্য জবাব দেব তোমাদের। বুথছাড়া করবে মানুষ,তৃণমূল কংগ্রেস তোমাদের বুথ ছাড়া করবে। আগামী নির্বাচন তৃণমূল কংগ্রেসের নির্বাচন হবে, আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন হবে। সেই নির্বাচনে সিপিএম থাকবে শূন্য। কংগ্রেস থাকবে শূন্য, সেই লড়াইয়ে বিজেপি থাকবে শূন্য। '
আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি-গরুপাচারকাণ্ড নিয়েই এবার বিজেপির দুর্গাপুজোর থিম !
বড় নেতারা তো বড় শহরের পুজো উদ্বোধন করে, আমার গ্রামের পুজো দেখার ইচ্ছে হল, সেই কারণে মালদায় : দিলীপ
অপরদিকে, আজ সকালে তিনি মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেসে নামেন। আজ বেশ কয়েকটি পূজো উদ্বোধন করবেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'বড় বড় নেতারা তো বড় বড় শহরের পুজো উদ্বোধন করে।আমার একটু গ্রামের পুজো দেখার ইচ্ছে হল।সেই কারণে মালদার গ্রামে ঘুরব।' তবে ইতিমধ্যেই তিনি 'মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার জৈনপুর রাজারহাট দুর্গামন্দিরের পুজো উদ্বোধনের কিছু মুহূর্ত' ফেসবুকে শেয়ার করেছেন। বলেছেন, 'বাংলাদেশ লাগোয়া এই প্রত্যন্তগ্রামে থিমের জাঁকজমক নয়, শ্রদ্ধাপূর্বক দেবীর আবাহনই এই পুজোর মূল উপজীব্য।'