অভিজিৎ চৌধুরী, মালদা: স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ। আর সেই বিবাদের জেরেই চরম পরিণতি। শনিবার গভীর রাতে মালদার (Malda News) বামনগোলা থানার পাকুয়াহাট পঞ্চায়েতের উত্তর সালালপুর গ্রামের ঘটনায় চারিদিকে চাঞ্চল্য। 

Continues below advertisement

স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের পর স্বামীকে ঘরে ঢুকতে বাধা দেন স্ত্রী। তবে স্বামী থামেননি। জোর করে ঘরে ঢুকে যান তিনি। সেইসময়ই স্বামীকে চাকু মারার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর। গতকাল রাতেই পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিশ্বজিৎ সরকার। বয়স ৩১ বছর। অভিযুক্ত স্ত্রী পম্পা রায় সরকার।

বিশ্বজিতের পরিবার জানায় তাঁদের চার বছরের একটি কন্যা রয়েছে। বিশ্বজিৎ গাজল টোল ট্যাক্সে কাজ করতেন। ছয় বছর আগে বিশ্বজিৎ ও পম্পার বিবাহ হয়। ভালবেসেই পম্পাকে বিয়ে করেন বিশ্বজিৎ। তাঁর বাড়ি দক্ষিণ সালালপুর এলাকায়। আর পাঁচজন স্বামী-স্ত্রীর মতো তাঁদের মধ্যেও মাঝেমধ্যেই গন্ডগোল হত। তব গতকালের ঝামেলা সীমা ছাড়ায়। 

Continues below advertisement

গতকাল রাত সাড়ে আটটা নাগাদ বিশ্বজিৎ বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে তাঁর স্ত্রী পম্পা ঘরের মধ্যে ঢুকতে বাধা দেন। এরপর বিশ্বজিতের স্ত্রী পম্পা বাড়ির ভেতর থেকে চাকু বের করে বিশ্বজিতের বাঁ দিকের পেটে আঘাত করেন। বিশ্বজিতের চিৎকারে পরিবারের সদস্যরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। আহত বিশ্বজিতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে রাতে তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।                 

তবে আফসোস তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় বিশ্বজিতের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই বিশ্বজিতের স্ত্রী পম্পাকে গ্রেফতার করা হয়। কী কারনে নিজের স্বামীকে খুন করলেন স্ত্রী, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

SIR-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন

SIR-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, এনুমারেশন ফর্ম সংগ্রহ করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বরের বদলে খসড়া তালিকা প্রকাশ হবে তার এক সপ্তাহ পরে, ১৬ ডিসেম্বর। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চ। প্রাথমিক জয়, আন্দোলন জারি রেখেই দাবি করলেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা।