করুণাময় সিংহ, মালদা : কন্যাভ্রূণ হত্যায় ভারতের স্থান সারা বিশ্বে বেশ ওপরের দিকেই। নানারকম প্রচার কন্যাসন্তানদের জন্য সরকারি প্রকল্পও কন্যাভ্রূণ হত্যার মতো জঘন্য অপরাধ থামাতে পারছে না। সারা দেশে কন্যাভ্রূণ হত্যার পরিসংখ্যান ভয়ঙ্কর । দেশে কন্যাভ্রূণ হত্যা রোধে সুস্পষ্ট আইন থাকা সত্ত্বেও এই অপরাধ ঘটছে। সেখানে শিশুকন্যার জন্মকে ডিজে বাজিয়ে সেলিব্রেট করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের এক পরিবার।
এখনও অনেক পরিবারই পুত্র সন্তানই চান। তাই কন্যা সন্তানকে খুশি মনে বরণ করেন না অনেকেই। ভারতেরই বহু রাজ্যে জন্মের পর শিশুকন্যাকে হত্যাও করে ফেলে বহু পরিবার। কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য প্রসূতিকে পরিবারে নির্যাতনের শিকার হওয়ার ঘটনাও ঘটে এ দেশে। তাছাড়া অবৈধ ভাবে কন্যা ভ্রুণ হত্যার ঘটনাও বিরল নয় ! সামাজিক এই ব্যাধি দূর করতে সমাজকে ইতিবাচক বার্তা দিল মালদার এক পরিবার ।
হাসপাতাল থেকে ফুটফুটে সদ্যোজাত কন্যা সন্তান ও তার মাকে ডিজে বাজিয়ে বাড়ি নিয়ে গেল পরিবার। রীতি মতো হইহই করে সদ্যোজাতকে বাড়ি নিয়ে যান দাদু দিদা। এলাকায় এই ধরনের ঘটনা প্রথম। তাদের এই ভাবনাকে কুর্নিশ জানাল গ্রামবাসীরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতান নগরের বাসিন্দা ইয়াসমিন খাতুন।
সদ্যোজাতর বাবা পেশায় রংমিস্ত্রি। ভিন রাজ্যে কাজ করেন। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর আনন্দ আর ধরে না তাঁর। মা ইয়াসমিনও খুশি। পরিবারের লোকও উচ্ছ্বসিত। এখনও যাঁরা কন্যা সন্তান জন্মানোর পর মন খারাপ করেন, তাঁদের জন্য ইয়াসমিনের পরিবারের বার্তা নিঃসন্দেহে ইতিবাচক।
এদিন মা ও ফুটফুটে সদ্যজাতকে হাসপাতাল থেকে বাড়ি সুলতান নগরে নিয়ে যাওয়া হয় । নবজাতককে বরণের জন্য এলাহি আয়োজন করে পরিবার। যে অ্যাম্বুলেন্সে করে সদ্যোজাতকে বাড়ি নিয়ে যাওয়া হয়, সেটাও সাজানো হয় ফুল দিয়ে।
পরিবারের বক্তব্য 'পুত্র বা কন্যা আলাদা কিছু নয়, যারা এই ভেদাভেদ করে তারা ভুল করে। কন্যা সন্তান জন্ম হয়েছে তাই তারা খুশি। তাঁকে প্রথম বাড়ি নিয়ে যাচ্ছে। সেই উপলক্ষেই তাদের এই আনন্দের আয়োজন। '
আইন অনুসারে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যাভ্রূণ হত্যা উভয়ই শাস্তিযোগ্য অপরাধ। তা সত্ত্বেও এই মারাত্মক অপরাধ বন্ধ হচ্ছে না। আইনের আড়ালেই লিঙ্গ নির্ণয় এবং কন্যাভ্রূণ হত্যার ঘটনাও ঘটছে । তাই এই সময় দাঁড়িয়ে মালদার গ্রামীণ এলাকার পরিবারের এই মানসিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে