করুণাময় সিংহ, মালদা: ৩৯ হাজার টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ (STF) । ধৃতকে আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম শুভ নন্দি (৩৪)। বাড়ি জলপাইগুড়ির মালবাজার থানার বিধানপল্লী এলাকায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, গতকাল রাতে রথবাড়ি এলাকায় হানা দিয়ে ৩৯ হাজার টাকার জাল নোট সহ ওই ব্যাক্তিকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃত যুবক তারাপীঠ থেকে মালদা হয়ে নিজের বাড়ি ফিরছিল। 


অক্টোবারের শেষে, জাল নোটের জেরে রাজ্য সরকারের  এসটিএফ-র (STF) হাতে ধরা পড়েছিল তিন জন।  ৯৯,৫০০ টাকার জাল নোট সহ তিনজনকে গ্রেফতার করে রাজ্য সরকারের (WB Govt) এসটিএফ। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা ও দুইজন মালদার কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের এসটিএফ ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ।ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাহুল কুমার(২৬)। বাড়ি বিহারে। বাবুল শেখ(২৮)। বাড়ি মালদার কালিয়াচকের চরবাবুপুর এলাকায়। লালু শেখ(২২)। বাড়ি চরবাবুপুর কালিয়াচক। গভীর রাতে মালদা শহরের রথ বাড়ি এলাকায় তিনজনকে সন্দেহ ভাজন ভাবে ঘুরছিল। এসটিএফ, গোপন সুত্রে খবর পেয়ে, রথ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করে। তাঁদেরকে তল্লাশি চালিয়ে ৯৯৫০০ টাকার ভারতীয় জালনোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া নোট গুলি-সহ ৫০০ টাকার নোট। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।


আরও পড়ুন, চুরির টাকা নিয়ে বচসা, 'সঙ্গীকে খুন করে ফেলা হয় জঙ্গলে', গ্রেফতার ৩


চলতি বছরে অগাস্টের শেষে, কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় জাল নোট কারখানার হদিশ। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয় ২। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট।টেবিলের ওপর থরে থরে সাজানো ১০০ টাকার নোট। রয়েছে ৫০০ টাকার নোটও। কিন্তু একটাও আসল নয়। পুলিশের দাবি, সবকটা জাল নোট ! এবার কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় জাল নোটের কারখানার হদিশ।কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে, সন্ধেয় টাকি হাউস বয়েজ স্কুলের কাছ থেকে চেঙ্গিস আলম ও আফজল আলি নামে ২ জনকে পাকড়াও করে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট। চেঙ্গিজকে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। ইকো পার্ক থানা এলাকার হাতিয়াড়ায় এই ভাড়াবাড়িতে জাল নোটের কারখানার হদিশ মেলে বলে তদন্তকারীদের দাবি। পুলিশ সূত্রে খবর, ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল নোট তৈরির সরঞ্জাম। কাগজের বান্ডিল থেকে শুরু করে রং, রাসায়নিক, কাঠের ফ্রেম, প্রিন্টার, কী নেই সেখানে। এই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।