করুণাময় সিংহ, মালদা: চিকিৎসার জন্য বেড না পেয়ে সরকারি হাসপাতালের (Hospital) মেঝেতেই বসে রইলেন পদ্মশ্রী প্রাপক। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। পরে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা পদ্মশ্রী কমলি সোরেনকে। কর্তৃপক্ষের সাফাই, বেড খালি না থাকার এই সমস্যা হয়েছে।                                                                          


হাসপাতালের মেঝেতে পদ্মশ্রী প্রাপক: সরকারি হাসপাতালে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু এবার বেড না পেয়ে, সরকারি হাসপাতালের মেঝেতেই বসে থাকতে হল পদ্মশ্রী প্রাপককে। ইনি হলেন গাজোলের বাসিন্দা পদ্মশ্রী কমলি সোরেন। যেখানে তাঁকে মেঝেয় বসে থাকতে দেখা যাচ্ছে, সেটি হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিমেল ওয়ার্ড।                                                          

ঠিক কী ঘটেছিল? 


সোমবার রাতে জ্বর নিয়ে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি হন কমলি সোরেন। কিন্তু, অভিযোগ, বেড না মেলায় মেঝেতে বসে থাকতে হয় তাঁকে। সেই ছবিই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শেষ পর্যন্ত সোমবার মধ্যরাতে সিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বেড খালি না থাকার এই সমস্যা হয়েছে। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, “পর্যাপ্ত বেড না থাকার কারণে এই সমস্যা হয়েছে। তবে ইতিমধ্যেই তাকে এইচডিওতে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে।’’

ঘটনায় শুরু তরজা: ২০২১ সালে সমাজ সেবার জন্য পদ্মশ্রী পান কমলি সোরেন। সরকারি হাসপাতালে একজন পদ্মশ্রী প্রাপক হয়রানি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  মালদা দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “পদ্মশ্রী প্রাপকের এই অবস্থা। রাজ্যের স্বাস্থ ব্যবস্থা ভেঙেছে।’’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “অমানবিক, এধরনের ঘটনা ঘটা উচিত নয়।’’সরকারি হাসপাতালে ভোগান্তির কবল থেকে মুক্তি নেই কারও। কিন্তু, কবে মিটবে এই সমস্যা?                                


আরও পড়ুন: Kajal Seikh: 'বাড়ি থেকে বেরনোর সময় মা শঙ্কিত থাকেন' খুন হওয়ার আশঙ্কা প্রকাশ শাসক নেতার