করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: মালদার (Malda) চাঁচলে ফোটোগ্রাফারের (Photographer) ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রেমঘটিত কারণেই কি মৃত্যু? যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ধন্দে পরিবার। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল (Chanchal) সদর স্টেডিয়ামের বিপরীতে।


ফোটোগ্রাফারে অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য-


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিবেক নাহা। যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পাঁচদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে মেলামেশা কমিয়ে দেন। এরপরই বুধবার সকালে শোওয়ার ঘর থেকে যুবকের দেহ উদ্ধার হয়। পরিবারের লোকেরা প্রাথমিকভাবে অনুমান করছে যে প্রেমঘটিত কারণে অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।


আরও পড়ুন - Malda News: নাম বিভ্রাটে গ্রেফতার হওয়া ব্যক্তিকে মুক্তি দিল মালদা জেলা আদালত


প্রেমে আঘাত পাওয়ার কারণেই কি এই মৃত্যু?


পরিবারের সদস্যরা জানাচ্ছেন, মৃত যুবক পেশায় ফোটোগ্রাফার। মৃতের এক আত্মীয় অঙ্কুর পোদ্দার জানাচ্ছেন যে, গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে শোওয়ার জন্য যান। সকালে বাড়ির লোকেরা ডাকাডাকি করলে কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। দরজা খুলে যুবকের ঝুলন্ত দেহ দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পরিবারের লোকেরা অনুমান করছেন যে, প্রেমঘটিত কোনও কারণেই অবসাদে আত্মঘাতী হয়েছেন যুবক। এক আত্মীয় জানাচ্ছেন, প্রেমে আঘাত পাওয়ার পরই অবসাদে আক্রান্ত হন যুবক। তারপরই এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন। যুবকের মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমেছে।


কয়েকদিন আগেই মালদায় স্কুলছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুরাতন মালদার হালনা গ্রামের বাসিন্দা ১৬ বছরের ওই স্কুলছাত্রী (School Student) গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিল। তন্ন তন্ন করে খোঁজখবর করেও মেয়ের হদিস না পেয়ে শেষমেশ মালদা থানায় অপহরণের অভিযোগ জানায় পরিবার। তার পর অনেকটা সময় কেটে গিয়েছিল। হঠাৎ বুধবার সকালে গ্রামেরই পরিত্যক্ত একটি বাড়িতে থোকা থোকা রক্তের দাগ  দেখতে পান বাসিন্দাদের একাংশ। খবর যায় পুলিশে। এর পরই চাঞ্চল্য ছড়ায়।