অভিজিৎ চৌধুরী, মালদা: মাত্র কয়েক মিনিটের ঝড় (strom)। আর তাতেই লন্ডভন্ড গোটা এলাকা। কালবৈশাখীর (northwester) তাণ্ডবে উড়ে গেল বাড়ির চাল। গাছ পড়ে নষ্ট একাধিক বাড়ি। মালদার (Malda) চাঁচলে কালবৈশাখীর জেরে ক্ষতিগ্রস্থ বহু মানুষ। আকাশের নিচে ঠাঁই বহু পরিবারের।


কালবৈশাখীর দাপট: কালবৈশাখীর দাপটে উড়ল কারোর বাড়ির চাল। চুরমার হয়েছে টালি। বিভিন্ন জায়গাই উপড়ে গিয়েছে গাছ। গাছ পড়ে নষ্ট হয়েছে একাধিক বাড়ি। গৃহহীন হয়েছেন বহু মানুষ। কমবেশি চাঁচলজুড়ে তাণ্ডব দেখিয়েছি কালবৈশাখী। সূত্রের খবর, চাঁচল-১ নং ব্লকের আটটি পঞ্চায়েত এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে কয়েক মিনিটের ঝড়ে ক্ষতির মুখে বহু পরিবার।


জানা গিয়েছে, চাঁচলের কলিগ্রাম নিমতলা এলাকার বাসিন্দা আক্তারুল আলি। ঝড়ের দাপটে বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে রাজ‍্য সড়কে পড়ে যায়। অল্পের জন‍্য প্রাণে রক্ষা পায় গোটা পরিবার। দুর্গত পরিবারের গৃহহীন হয়ে আকাশের নীচে ঠাঁই হয়েছে। কীভাবে ঘর মেরামত করবেন তা নিয়েই দুশ্চিন্তায় একাধিক পরিবার। ওই গ্রামের বাসিন্দা নুরী বিবি বলেন, “আমরা দিন আনি দিন খায়। কীভাবে ঘর মেরামত করব ভেবে কুল পাচ্ছি না। সরকার পাশে না দাঁড়ালে গৃহহীন হয়েই থাকতে হবে।’’ শুক্রবার সাতসকালেই ঘটনা পরিদর্শন করেন কলিগ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল খাঁন।চুরমার হয়েছে টালিগুলিও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। চাঁচলের বিডিও সমীরণ ভট্টাচার্য জানান, “আটটি পঞ্চায়েত এলাকার ক্ষয়ক্ষতির খবর এসেছে। পঞ্চায়েতগুলির কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। তারপরেই প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।’’


ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের (North Bengal) পাঁচ জেলাতেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির (Rain Update) সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। কোচবিহার ও আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।


আরও পড়ুন: CBI Summoned Paresh Adhikari: মেলেনি সম্পূর্ণ তথ্য! পরেশ অধিকারীকে ফের তলব সিবিআইয়ের