মালদা: রিলের নেশায় হাতে আগ্নেয়াস্ত্র, গুলি ছুটে নিহত পড়ুয়া। ভয়াবহ ঘটনা মালদার কালিয়াচকে। বাড়ি থেকেই উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার নিহত পড়ুয়ার বন্ধু। বন্ধুকে সঙ্গে নিয়েই রিল বানাচ্ছিল অষ্টম শ্রেণির পড়ুয়া। অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে, তদন্তে পুলিশ।
কোথায় দাঁড়িয়ে নিরাপত্তা ?
মূলত, রাজ্যে অনেকদিন আগেই কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একসময় তৎকালীন রাজ্যপাল ধনখড় বলেছিলেন, বারুদের স্তূপে পরিণত হয়ে রাজ্য। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা বাংলা থেকেই একের পর এক অস্ত্রভান্ডার ধরা পড়েছিল। আগ্নেয়াস্ত্র, বোমা-সহ বহু অভিযুক্তদেরই হাতকড়া পরানো হয়েছিল। এদিকে প্রায়শই যখনই কোনও আগ্নেয়াস্ত্র ধরা পড়ে বা কোনও ঘটনা ঘটে, শাসকদলের শীর্ষ নের্তৃত্বের মুখে যোগী রাজ্যের নামই ফিরে আসে। তবে মালদায় যে মর্মান্তিক ঘটনাটি ঘটল, এরই সঙ্গে বড় প্রশ্ন তুলে দিল, আদতেই কোথায় দাঁড়িয়ে নিরাপত্তা ?
কীভাবে তাঁর হাতে আগ্নেয়াস্ত্র গেল ?
রিল বানানো হোক, কিংবা হেডফোনে কথা বলতে গিয়ে বা গান শুনতে গিয়ে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। যে পড়ুয়ার হাতে বই থাকার কথা ছিল, কীভাবে তাঁর হাতে আগ্নেয়াস্ত্র গেল ? কে তাঁকে এই বুদ্ধি দিল ? আরও কি কেউ এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে ? গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি রিল বানানোর নেশায় আরও একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল চলতি মাসেই রাজস্থানের জয়পুরে। একটি ভাইরাল ভিডিও-তে দেখা যায়, নিজেকে জনপ্রিয় করতে রেললাইনের উপরে SUV চালিয়ে নিয়ে যান। এরপরেই ঘটে অঘটন। চাকা আটকে যায় রেললাইনে। ঠিক সেই সময়েই উল্টোদিক থেকে আসছিল মালগাড়ি। চালক বুঝতে পেরে থামিয়ে দেন। যদিও ওই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। বলাইবাহুল্য রিল বানানোর নেশাই প্রাণঘাতী হয়ে উঠল এবার। শেষ রক্ষা হল না মালদায়।
আরও পড়ুন, মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।