করুণাময় সিংহ, মালদা : মাকে ডাইনি অপবাদ। প্রতিবাদ করায় ছেলেকে মারধর। মালদার (Malda) গাজোল থানার ইন্দ্রসাইল গ্রামের ঘটনা। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার। মারধরের অভিযোগে গ্রেফতার ১।


একুশ শতকেও পিছু ছাড়েনি কুসংস্কারের কালো ছায়া! আর তার জেরেই মালদার গাজোলে গ্রামবাসীদের একাংশের অসুস্থতার জন্য এক মহিলাকে ডাইনি অপবাদ দেওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, প্রতিবাদ করলে সালিশি সভা ডেকে, ওই মহিলার ছেলেকে মারধরের অভিযোগও উঠেছে। এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার।


ঠিক কী হয়েছে


স্থানীয় সূত্রে খবর, মাস দুয়েক ধরে গাজোলের ইন্দ্রসাইল গ্রামে, পরপর অসুস্থ হচ্ছিলেন বাসিন্দারা। অসুস্থতার কারণ খুঁজতে ডাক্তার নয়, ইটাহার থেকে ডেকে আনা হয় এক ওঝাকে। অভিযোগ, সেই ওঝাই গ্রামের এক মহিলাকে ডাইনি বলে চিহ্নিত করেন। মা’কে ডাইনি অপবাদ দেওয়ার প্রতিবাদ করলে, তাঁর ছেলেকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় থানার বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে আক্রান্তের পরিবার।


আক্রান্ত বাসিন্দা বলেছেন, 'মাকে ডাইনি হিসেবে চিহ্নিত করা হয়। আমি প্রতিবাদ করলে গ্রামের মধ্যে সভা ডেকে আমায় মারধর করা হয়। থানায় সেই অভিযোগ জানাতে গেলে অভিযোগপত্রে ডাইনি কথা উল্লেখ করতে দেয়নি পুলিশ। এরপর বাধ্য হয়ে মা জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছি।'


পুলিশি পদক্ষেপ


৬ প্রতিবেশীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে আক্রান্ত পরিবার। অভিযোগ খতিয়ে দেখে, একজনকে গ্রেফতার করা হয়েছে, বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার। কিন্তু, প্রশ্ন হল, অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের এই অন্ধকার আর কতদিন ঘিরে থাকবে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের? 


পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সম্পাদক সুনীল সরকার বলেছেন, 'ওই এলাকায় কুসংস্কার দূর করতে প্রচার অভিযান চলবে।' প্রশাসন সূত্রে খবর, গ্রামের বাসিন্দাদের সচেতন করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। 


আরও পড়ুন- পার্থকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় মার খেলেন তৃণমূল নেতা! অভিযোগ বিজেপির বিরুদ্ধে