অভিজিৎ চৌধুরী, বামনগোলা (মালদা): গভীর রাতে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি (Theft)। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোনার অলঙ্কার (Gold Jewellery) থেকে শুরু করে নগদ টাকা (Cash money), বাসনপত্র সব নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।


মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার বাসিন্দা সুবোধ পাণ্ডে। শনিবার গভীর রাতে তাঁরই বাড়িতে এমন কাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গৃহকর্তা সুবোধ পাণ্ডের বাবা মারা যান। সেই কারণে সপরিবারে তাঁরা নিজেদের গ্রামের বাড়ি বিহারে গিয়েছিলেন। গোটা বাড়ি ছিল ফাঁকা। সেই সুযোগে বাড়ি থেকে সোনার গয়না, নগদ টাকা, বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়, খবর পুলিশ সূত্রে।


বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে শনিবার গভীর রাতে সুবোধ বাবুর বাড়ির সদর দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে চোরেরা। বাড়ির ভিতরে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, আলমারি ভেঙে তিন ভরি সোনার অলঙ্কার, নগদ টাকা সহ বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। সব মিলিয়ে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার সামগ্রী খোয়া গেছে বলে অনুমান সুবোধ বাবুর আত্মীয়ের। এদিন সকালে বাড়ির তালা ভাঙা দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গৃহকর্তাকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছেন তাঁরা। এদিকে এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা। প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা নিয়ে।


আরও পড়ুন: Hooghly: পুলিশ, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাড়ি ফিরলেন পাণ্ডুয়ার নিখোঁজ বৃদ্ধা


পাড়ার সকলের থাকা সত্ত্বেও গভীর রাতে এমন কাণ্ডে ত্রস্ত এলাকাবাসী। তাঁদের বক্তব্য, গভীর রাতে ফাঁকা বাড়ি থাকলেই যদি এত বড় কাণ্ড ঘটে তাহলে তাঁদের নিরাপত্তা কোথায়! রীতিমতো আতঙ্কে রয়েছেন তাঁরা। স্বভাবতই এই পরিস্থিতিতে তাঁরা প্রশ্ন তুলছেন পুলিশি নিরাপত্তা নিয়েও।