করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: মালদার বন্যাত্রাণ দুর্নীতি মামলায় (Flood corruption case) আত্মসমর্পণ করলেন আরও এক অভিযুক্ত। মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন বরুই পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা। 'প্রমাণিত হল, তৃণমূল দুর্নীতিতে জড়িত', গোটা ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি (BJP)। অভিযোগ প্রমাণ হলে দল ব্যবস্থা নেবে বলে দাবি করেছে তৃণমূল (TMC)। 


ঠিক কী ঘটেছিল?


মালদার বন্যাত্রাণ-দুর্নীতি মামলায় একে একে আত্মসমর্পণ করলেন সব অভিযুক্ত। মঙ্গলবার আত্মসমর্পণ করলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল পরিচালিত বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান। ১১ মার্চ, বন্যাত্রাণ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৩ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে তাঁদের ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 


বৃহস্পতিবার রাতে আত্মসমর্পণ করেন তৃণমূল নেতা আফসার হোসেন। সোমবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির ত্রাণ কর্মাধ্যক্ষ রোশনারা খাতুন ও মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন পঞ্চায়েত প্রধান সোনামণি সাহা। 


২০১৭ সালে হরিশ্চন্দ্রপুরে, বন্যাত্রাণে কেন্দ্রীয় বরাদ্দের ৭৬ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে। অভিযুক্ত হিসেবে ৩ জন তৃণমূল নেতা-নেত্রীর নাম উঠে আসে। 


ত্রাণ দুর্নীতিতে রাজনৈতিক তরজা


হরিশচন্দ্রপুরের বরুই গ্রামপঞ্চায়েতের তৃণমূল নেত্রী ও প্রধান সোনামণি সাহার কথায়, 'আমি নির্দোষ। জামিনের আর্জি খারিজ হয়েছে বলে আত্মসমর্পণ করতে বাধ্য হলাম। সিবিআই তদন্ত হলে সব তথ্য বেরিয়ে আসবে।'


বরুই গ্রামপঞ্চায়েতের কংগ্রেস সদস্য আব্দুল মান্নান বলেন, 'সাধারণ মানুষ ন্যায় পাক আমি সেটাই চেয়েছি। একে একে সবাই আত্মসমর্পণ করেছে। ক্যাগের তদন্তে সব উঠে আসবে।'


অন্যদিকে তৃণমূল নেতা নেত্রীদের আত্মসমর্পণের ঘটনায় স্বভাবতই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাবও দিয়েছে শাসকদল। 


উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, 'যাঁরা অভিযুক্ত আত্মসমর্পণ করলেন, তাঁদের প্রশানিক পদ থেকে সরানো হয়নি। তৃণমূল তাঁদের বহিষ্কার করেনি। এতে তৃণমূল আপাদমস্তক জড়িত।'


আরও পড়ুন: Jalpaiguri News: তিস্তা সেতুর কাছে উদ্ধার একাধিক হাতি বোঝাই ট্রাক


ইংরেজবাজার পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর পাল্টা জবাব, 'দল দুর্নীতিকে সমর্থন করে না। এখনও অভিযোগ প্রমাণিত হয়নি। অভিযোগ প্রমাণ হলে দল ঠিকই ব্যবস্থা নেবে। '


সব মিলিয়ে ত্রাণ দুর্নীতিতে অভিযুক্তদের আত্মসমর্পণ ঘিরে সরগরম মালদার রাজনীতি।