করুণাময় সিংহ, মালদা: পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত এক। ঘটনাটি ঘটেছে মালদা ৩৪ নম্বর জাতীয় সড়কে। মালদার সুজাপুরের মধুঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় আশঙ্কাজনক পরিস্থিতি রয়েছে ১ জনের। সেই আশঙ্কাজনক ব্যক্তির নাম আইনুল হক। সেই ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরই এলাকার মানুষরা বিক্ষোভে সামিল হন। বেশ কিছুক্ষণ এই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। দীর্ঘক্ষণ যান চলাচল ব্য়াহত হয়। পরে অবশ্য পুলিশ এসে এলাকার মানুষদের সরিয়ে নেয়। তবে অবরোধকারীরা পিক আপ ভ্যানের চালকের শাস্তির দাবিতে সোচ্চার হন। এর আগেও এই এলাকায় এভাবে বেপোরোয়া যান চলাচলের জন্য প্রাণ গিয়েছে। 


উল্লেখ্য, কিছুদিন আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ জনের। বাইক ও গাড়ির মুখোমুখি ধাক্কায় ঝরে গেল তিন জনের প্রাণ। দুই বাইক আরোহী ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  ঘটনাটি ঘটেছিল জলপাইগুড়ির ময়নাগুড়ির  ভুসকাডাঙা এলাকায়৷ দুর্ঘটনায় ২ জন মোটর সাইকেল আরোহী সহ ১ জন গাড়ির চালক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জনের বাড়ি জলপাইগুড়িতে। বাকি ১ জনের পরিচয় যদিও জানা যায়নি। যে দুজনের পরিচয় জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজন হলেন রিকু মোহন্ত (বয়স ২৯)। তাঁর বাড়ি জলপাইগুড়ি শক্তিনগর এলাকায়। অন্য যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে, তাঁর নাম তন্ময় বিশ্বাস (বয়স ২৭)। তাঁর বাড়ি জলপাইগুড়ি নিউটাউন পাড়া এলাকায়৷


জানা গিয়েছে, রিকু ও তন্ময় একটি বেসরকারি ফিনান্স কোম্পানিতে কাজ করতেন। ঘটনা সন্ধে নাগাদ চেংরাবান্ধ্যা থেকে মোটর সাইকেলে চেপে ময়নাগুড়ির দিকে আসছিলেন ২ জন। সেই সময় উল্টোদিক থেকে একটি স্করপিও গাড়ি সজোরে ধাক্কা মারে মটর সাইকেলে। এরপর স্করপিওটি রাস্তার ধারে  গাছে  ধাক্কা মারে। এরফলে স্করপিওর চালকেরও মৃত্যু হয়। এরপর ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ গুলি উদ্ধার করে।