করুণাময় সিংহ, মালদা: একশো দিনের কাজে ফের দুর্নীতির (Corruption) অভিযোগ। পুকুর খোঁড়া থেকে শ্মশান সংস্কার-একাধিক কাজে উঠল দুর্নীতির অভিযোগ। অভিযোগের তির স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত কর্মীদের একাংশের বিরুদ্ধে। ঘটনাস্থল মালদার গাজোল। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।  


এর আগে একবার মালদারই (Malda) মানিকচকে প্রায় এরকমই অভিযোগ উঠেছিল। ফের গাজোলেও (Gazole) উঠল একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ। 


অভিযোগ কী?
গাজোলের দেওতলা। সেখানে একশো দিনের প্রকল্পের অধীনে পুকুর কাটার কথা ছিল। কিন্তু যেখানে পুকুর থাকার কথা, সেখানে গিয়ে দেখা যাচ্ছে পড়ে রয়েছে মাঠ। কোথাও কোথাও চাষও হচ্ছে। গোটা এলাকায় একটা কোদালের কোপও পড়েনি। রয়েছে আরও মারাত্মক অভিযোগ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ২০১৯-২০ অর্থবর্ষে ১০০ দিনের প্রকল্পে গ্রাম পঞ্চায়েত এলাকায় ১২টি পুকুর খোঁড়ার কথা ছিক হয়েছিল। এখনও পর্যন্ত তিনটি পুকুর খোঁড়া গিয়েছে। বাকিগুলি হয়নি, কিন্তু সবকটি পুকুরের জন্য়ই টাকা তুলে নিয়েছেন পঞ্চায়েত প্রধান ও বাকি কর্মীদের একাংশ। কিন্তু পুকুর খোঁড়ার জন্য যাঁরা জমি দিয়েছিলেন, তাঁরা কোনও টাকাই পাননি। শ্মশান সংস্কারের জন্য বরাদ্দ ছিল। সেটাও তুলে নেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি। ইতিমধ্যে জেলাশাসকের দ্বারস্থ হয়েছে অভিযোগকারীরা। দেওতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দানিয়াল হোসেন বলেন, 'পুকুর খননের জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু এক কোদাল মাটি না কেটেও টাকা তুলে নিয়েছে পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। এমনকি শ্মশান সংস্কারের নামেও টাকা তোলা হয়েছে। পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে।'


অভিযোগ অস্বীকার:
অভিযোগ অস্বীকার করে তৃণমূল পরিচালিত দেওতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলতানা রাজিয়া বলেন, 'কাজ হয়েছে। কোথাও কোনও সমস্যা হয়ে থাকলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।' গাজোল ব্লক তৃণমূলের সভাপতি মানিক প্রসাদ বলেন, 'দল কাউকে দুর্নীতি করার অনুমতি দেয় না। কেউ দুর্নীতি করলে তার দায়ভার তাকেই ব্যক্তিগতভাবে নিতে হবে। দল পাশে দাঁড়াবে না। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।'


বিজেপির প্রতিবাদ:
গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি (BJP)। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, '১০০ দিনের প্রকল্পে গোটা রাজ্য দূরে দুর্নীতি চলছে। যারা এই ধরনের ঘটনায় যুক্ত দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।'


আরও পড়ুন: নন্দীগ্রামে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা ঘিরে মতবিরোধ তৃণমূলে ! নেপথ্যে কী ?