বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : নন্দীগ্রামে (Nandigram) ২১ জুলাই কর্মসূচির প্রস্তুতি সভা ঘিরে সামনে চলে এল তৃণমূলের (TMC) মতবিরোধ। সভায় অনুপস্থিত থেকে দলেরই একাংশকে নিশানা করলেন জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।


আগামী সপ্তাহের বৃহস্পতিবার ২১ জুলাই। প্রস্তুতির জন্য হাতে আর এক সপ্তাহও সময় নেই। কিন্তু, দলের সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি সভাকে কেন্দ্র করেই, তৃণমূলের মতবিরোধ সামনে চলে এল নন্দীগ্রামে। 


আরও পড়ুন ; বাংলার পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি নিয়ে অভিযোগ নেই, খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে তরজা


বুধবার দাউদপুরে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়েছিল দলের তরফে। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ আবু তাহের ও অন্যান্য কয়েকজন নেতা। কিন্তু মঞ্চে দেখা যায়নি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি স্বদেশ দাস, জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানকে। আর এখানেই দেখা দিয়েছে বিতর্ক। বৃষ্টির কারণে অনেকে আসতে পারেননি বলে আবু তাহের দাবি করলেও, রীতিমতো ক্ষোভের সুর শোনা গেছে সভায় অনুপস্থিত শেখ সুফিয়ানের গলায়।


তৃণমূল নেতা ও  নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির  সহ সভাপতি আবু তাহের বলেন, ব্লক নেতৃত্বদের সকলকেই ডাকা হয়েছিল। বৃষ্টির জন্যই হয়তো তাঁরা আসতে পারেননি।


তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান বলেন, আবু তাহের নিজে আয়নায় মুখটা দেখুক, উনি কোন দল করেন। বিধানসভা ভোটে যারা বিজেপি করত তারাই আজকে মঞ্চে বসেছিল। তৃণমূলের পতাকা নিয়ে যে কেউ সভা করতে পারে, কিন্তু সেটা তৃণমূলের সভা হয়ে যায় না।


২১ জুলাই কর্মসূচির প্রস্তুতি সভা নিয়ে তৃণমূলের অন্দরেই তীব্র মতবিরোধ দেখা দেওয়ায়, তা নিয়ে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদ্য অভিজিৎ মাইতি বলেন, নন্দীগ্রামে তৃণমূলের যে দুটি গোষ্ঠী তা কারও অজানা নয়। দুটি গোষ্ঠীর এখন লড়াই চলছে।


শুধু ২১ জুলাই নয়, বছর ঘুরলেই হবে পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে নিজেদের কোন্দল তৃণমূল কীভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার।