করুণাময় সিংহ, মালদা: মালদায় রেলকর্মী খুনে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড। গত বছর দশমীর দিন মালদায় রেলকর্মী হনুমান রায় খুন। খুন, তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় ২জন দোষী সাব্যস্ত। সমকামী সম্পর্কের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতেন নিহত রেলকর্মী। খুন করে রেলকর্মীর ফোন নিয়ে পালায় দোষী সাব্যস্ত মুবারক। পুলিশ সূত্রে খবর, ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ২ জন গ্রেফতার করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাচ্ছে দোষীদের পরিবার।


মেঝেতে পড়েছিল দেহ। এভাবেই গতবছর দশমীর দিন মালদার রেল কোয়াটার থেকে উদ্ধার হয়েছিল রেলকর্মী হনুমান রায়ের রক্তাক্ত মৃতদেহ। ১ বছর আগের রেলকর্মী খুনের ঘটনায় মালদা জেলা আদালত। মহম্মদ মুবারক ও জাকির শেখের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করল। খুন, তথ্যপ্রমাণ লোপাট সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দু-জনকে দোষী সাব্যস্ত করা হয়। 


সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'মোবাইলের সূত্রে মামলার নিষ্পত্তি। এই প্রথম এত কম সময়ে নিষ্পত্তি।' অভিযুক্তের আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায়ের কথায়, রায়ে খুশি নয়। ভিডিও ক্লিপিং জমা পড়েনি।। উচ্চআদালতে যাব। সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মুবারকের পরিবার। অভিযুক্ত মুবারকের বাবার কথায়, আমার ছেলে নিরাপরাধ। পুলিশ সূত্রে খবর, রেলকর্মীর খুনের ঘটনায় তদন্তে নেমে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 


পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত মুবারকের সঙ্গে সমকামী সম্পর্ক ছিল মৃত হনুমান রায়ের। তা নিয়ে একটি ভিডিও দেখিয়ে অভিযুক্তকে ব্ল্যাকমেল করত মৃত রেলকর্মী। সেই কারণেই হনুমানকে খুন করে মুবারক। খুনের পর হনুমান রায়ের মোবাইল নিয়ে পালায় মুবারক। 


আরও পড়ুন: Durga Puja Special: রাজবাড়ির ভেঙে পড়া সিংহদুয়ারের পাশেই উমার পদধ্বনি, মহিষাদলে এবার অন্যরকম পুজো


আরও পড়ুন: Calcutta High Court: ভ্যাকসিনের দু’টি ডোজ নিলেই মণ্ডপে ঢুকে অঞ্জলি, সিঁদুর খেলায় অংশগ্রহণ, নির্দেশিকা হাইকোর্টের