করুণাময় সিংহ, মালদা: মানিকচকে অস্বস্তি বাড়ল বিজেপির। তৃণমূলের সমর্থনে দলের প্রধানকে সরিয়ে দিলেন বিজেপির বিক্ষুব্ধ সদস্যরা। পঞ্চায়েত প্রধানের অপসারণের পর বোর্ড তারাই গড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। যদিও বিজেপির দাবি বোর্ড তাদের হাতেই থাকবে। 


মালদায় গঙ্গার ভাঙনের থেকেও দ্রুত গতিতে ভাঙছে বিজেপি! বিধানসভা ভোটের পর থেকে জেলায় ৮টি পঞ্চায়েত হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। এবার বিজেপির চিন্তা বাড়ল মানিকচকের নাজিরপুর পঞ্চায়েত নিয়ে। তৃণমূলের সমর্থনে দলের প্রধানকেই সরিয়ে দিলেন বিজেপির সদস্যরা!


বিক্ষুব্ধ বিজেপি নেতা ও  নাজিরপুর পঞ্চায়েত সদস্য অশোক মণ্ডলের কথায়, প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। ব্লক থেকে জেলা নেতৃত্ব সবাইকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি। সেই কারণেই প্রধানকে সরাতে অনাস্থা ডাকা হয়। গত পঞ্চায়েত ভোটে নাজিরপুরের ১১টি আসনের মধ্যে আটটি পায় বিজেপি।


তৃণমূল জেতে ৩টি আসনে। সম্প্রতি দলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, অনাস্থা ডাকেন বিজেপি সদস্যদের একাংশ। মঙ্গলবার ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন বিজেপির প্রধান-সহ তিন সদস্য। ৮-০ ভোটে হেরে অপসারিত হন বিজেপির প্রধান। বিজেপির প্রধানের অপসারণের পর, বোর্ডের ভবিষ্যৎ কী? তাল ঠুকছে দু’পক্ষই।
 
মালদার তৃণমূল কংগ্রেস মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন, নাজিরপুরে বিজেপির প্রধানকে অপসারণ করেছি। ওখানে আমাদের প্রধান হবে।আমরা চাইলেই বিজেপিকে ফাঁকা করে দিতে পারি কারণ কেউ আর বিজেপি তে থাকতে চাইছেন না।


মালদার বিজেপি জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডলের কথায়, নাজিরপুরে দলীয় সদস্যদের মধ্যে মতপার্থক্য ছিল। সেই কারণে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয় এবং প্রধান অপসারিত হন। তবে ওই পঞ্চায়েতে পুনরায় বিজেপি প্রধান গঠন করবে। তৃণমূল সূত্রে খবর, বিজেপির বিক্ষুব্ধদের সঙ্গে নিয়ে নতুন প্রধান নির্বাচন করা হবে। 


আরও পড়ুন: Durga Puja 2021: মদনের নতুন অবতার, বেলঘড়িয়ায় পুজো মণ্ডপে চণ্ডীপাঠ কামারহাটির বিধায়কের


আরও পড়ুন: WB Corona Cases: উৎসবের মরসুমে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ১ দিনে মৃত ১৫