মালদা: মালদার কালিয়াচকে বড়সড় রেশন দুর্নীতি, তৃণমূল নেতা তথা রেশন ডিলারের প্রায় ৮ কোটি টাকা জরিমানা। তৃণমূলের অঞ্চল সভাপতি ও রেশন ডিলার আশরাফুল ইসলামের ডিলারশিপ সাসপেন্ড। ফুড সাপ্লাই ইনস্পেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। ২০১৫-২০২২: ভুয়ো রেশন কার্ড বানিয়ে খাদ্য সামগ্রী লুঠের অভিযোগ।


চাকরি থেকে বরখাস্ত জেলা খাদ্য দফতরের ডেটা এন্ট্রি অপারেটর। এক হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন আত্মসাতের অভিযোগ।
কোটি কোটি টাকার সামগ্রী আত্মসাতের অভিযোগ স্থানীয়দের। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জেলা খাদ্য দফতর ।
প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ কোটি ৮৫ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা। খাদ্য দফতরের শাস্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল নেতা।


গতমাসেই রেশন দুর্নীতি কাণ্ডে  চাঞ্চল্য়কর তথ্য় উঠে আসে। রেশন দুর্নীতিতে হাজার কোটি টাকা আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফ নুরের মাধ্যমে লেনদেন হয়েছিল। আর্থিক লেনদেন হয়েছে তৎকালীন খাদ্য় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও। সূত্রের খবর, আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এমনই দাবি জানাল ED। পাশাপাশি, ইডির পেশ করা চার্জশিটে আর দুই রেশন ডিস্ট্রিবিউটর এবং চারটি সংস্থার বিরুদ্ধে তথ্য় জমা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে।  


রেশন দুর্নীতিতে হাজার কোটি টাকার লেনদেন হয়েছে ধৃত তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফ নুরের মাধ্যমে। আর্থিক লেনদেন হয়েছে তৎকালীন খাদ্য় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও। শনিবার ব্যাঙ্কশাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এমনই চাঞ্চল্য়কর দাবি করল ইডি। সূত্রের দাবি, এই সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও দুই রেশন ডিস্ট্রিবিউটর ও চারটি সংস্থার বিরুদ্ধে তথ্য় জমা দিয়েছেন এজেন্সির অফিসাররা।


রেশন দুর্নীতি কাণ্ডে ২ অগাস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের হাতে গ্রেফতার হন তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুর। ED সূত্রে দাবি, এরপরই তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য় উঠে আসে এই দুই ভাই সম্পর্কে। চারশোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্য়মে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে বলে দাবি করা হয় ইডি সূত্রে। এর আগে, রেশন দুর্নীতিকাণ্ডে মূল চার্জশিট ও তিনটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি। ইডি সূত্রে দাবি, শনিবার ব্যাঙ্কশাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে ১৫৭ পাতার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় তারা। সেই সঙ্গে দেওয়া হয় প্রায় ৩ হাজার পাতার নথি। রেশন দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্য়কর তথ্য় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ED-র।


আরও পড়ুন, কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, 'থানায় তুলে নিয়ে গিয়ে....'


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।