করুণাময় সিংহ, মালদা: রতুয়ায় দশম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। অভিযোগ, ১০ সেপ্টেম্বর, সকালে টিউশনে যাওয়ার সময় ১৬ বছরের কিশোরীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তিনজন। মাদকজাতীয় কিছু খাইয়ে বেহুঁশ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।পরিবারের দাবি, এরপর নাবালিকাকে গ্রামে ফেলে দিয়ে চলে যায় অভিযুক্তরা। ১৬ সেপ্টেম্বর, রতুয়া থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, অভিযুক্তরা শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ নিষ্ক্রিয়। দুষ্কৃতীদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূলের।
Malda : রতুয়ায় স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে 'গণধর্ষণ', শুরু রাজনৈতিক তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2021 11:20 AM (IST)
দুষ্কৃতীদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূলের।
rape