করুণাময় সিংহ, মালদা: শিশু মৃত্যু নিয়ে চিন্তা বাড়ছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আরও এক শিশুর মৃত্যু। এ নিয়ে ৪দিনে মৃত্যু হল ৬ শিশুর। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালেও মৃত্যু হয়েছে এক বালিকার। জলপাইগুড়ি ও পুরুলিয়ার রঘুনাথপুর হাসপাতালেও জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি বেশ কয়েকজন শিশু। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে প্রস্তুতি।


জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয় কালিয়াচকের বাসিন্দা ৫ মাসের শিশু। রাতেই মৃত্যু হয় তার। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার পুরঞ্জয় সাহা বলেন, সঙ্কটজনক অবস্থায় নিয়ে আসায় চিকিত্সার সুযোগ মেলেনি।


আরও পড়ুন, "বাঘের মতো বসে আছি শিকারের অপেক্ষায়, বিশ্বভারতী খুললেই বুঝিয়ে দেব", বিস্ফোরক অনুব্রত


হাসপাতাল কর্তৃপক্ষ  জানিয়েছে, এই মুহূর্তে ১৩৫ জন শিশু ভর্তি রয়েছে। তারমধ্যে ৮ জনের অবস্থা সঙ্কটজনক। মালদার পাশাপাশি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালেও জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ১০ বছরের এক বালিকার মৃত্যু হয়েছে। শনিবার সকালে মৃত্যু হয় হেমতাবাদের ইসলামপুরের বাসিন্দা ওই বালিকার।


এদিকে, রাজ্যে ক্রমেই বাড়ছে অসুস্থ শিশুর সংখ্যা। এই প্রেক্ষিতে রোগের উপসর্গ ও চিকিৎসা সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। জ্বর-শ্বাসকষ্ট ৩ দিনের বেশি থাকলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে গাইডলাইনে। সচেতনতা হিসাবে মাস্ক পরা  বাধ্যতামূলক, বলছে স্বাস্থ্য দফতর।


আরও পড়ুন, জোড়া ঘূর্ণাবর্তের জের! দক্ষিণবঙ্গের ১০ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা


গত কয়েক দিন ধরে রাজ্য জুড়ে লাফিয়ে বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা। হাসপাতালে হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগে উপচে পড়ছে ভিড়। এই পরিস্থিতিতে ৪৪পাতার একটি নির্দেশিকা-তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। অসুস্থতা এড়াতে অভিভাবকদের আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।